For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাংলার সরকার কার হাতে? কে পাবে কটি আসন? দেখে নিন বুথ ফেরত সমীক্ষার ফলাফল

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

গত ৫ মে পশ্চিমবঙ্গ বিধানসভার মোট সাড়ে ৬ দফার ভোটগ্রহণ প্রক্রিয়া সাঙ্গ হয়েছে। একদিকে যেমন এককভাবে লড়াই করেছে তৃণমূল কংগ্রেস, বিজেপির মতো দলগুলি, তেমনই ঐতিহাসিক ঘটনা ঘটিয়ে একজোট হয়ে এই প্রথমবার ভোটে লড়াই করেছে বামফ্রন্ট ও কংগ্রেস। ভোটের ফল যাই হোক না কেন, এরাজ্যে ভোট যে এক বহুচর্চিত বিষয় তা এবারের নির্বাচনেও বারবার প্রমাণিত হয়েছে।

রাজ্যে ফের ক্ষমতায় ফিরবে তৃণমূল কংগ্রেস, আভাস আইবি রিপোর্টে

২০১১ সালে রাজ্যে ৩৪ বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে প্রথমবার ক্ষমতা দখল করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরে গঙ্গা দিয়ে অনেক জল গড়িয়েছে। রাজ্য রাজনীতির প্রেক্ষাপট বদলেছে। ফলে সবমিলিয়ে জল্পনা তুঙ্গে।

বাংলার সরকার কার হাতে? কে পাবে কটি আসন? দেখুন বুথ ফেরত ফলাফল

এবছর তাই পরিবর্তনের পরিবর্তন কি করতে পারবে বাম-কংগ্রেস জোট? নাকি দ্বিতীয়বারের জন্য নবান্নের দখল নেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। কে গড়বে রাজ্যের সরকার? অপেক্ষা ১৯ মে পর্যন্ত করা ছাড়া উপায় নেই। তবে এবিপি আনন্দ ও এসি নিয়েলসন ও অন্যান্য সংবাদমাধ্যমের পোস্ট পোল সমীক্ষা কী বলছে জেনে নেওয়া যাক।

প্রত্যেকটি দফার আলাদাভাবে ফলাফল

প্রথম দফায় ১৮টি আসন (সম্ভাব্য)

তৃণমূল কংগ্রেস - ১৪

বাম-কং জোট - ৪

দ্বিতীয় দফা ৩১টি আসন (সম্ভাব্য)

তৃণমূল কংগ্রেস - ২১

বাম-কং জোট - ১০

তৃতীয় দফা ৫৬টি আসন (সম্ভাব্য)

তৃণমূল কংগ্রেস - ১৮

বাম-কং জোট - ৩৪

বিজেপি - ১

অন্যান্য - ৩

চতুর্থ দফা ৬২টি আসন (সম্ভাব্য)

তৃণমূল কংগ্রেস - ২৮

বাম-কং জোট - ৩৪

পঞ্চম দফা ৪৯টি আসন (সম্ভাব্য)

তৃণমূল কংগ্রেস -৩২

বাম-কং জোট - ১৭

ষষ্ঠ দফা ৫৩টি আসন (সম্ভাব্য)

তৃণমূল কংগ্রেস - ৩০

বাম-কং জোট - ২২

অন্যান্য - ১

সপ্তম দফা ২৫টি আসন (সম্ভাব্য)

তৃণমূল কংগ্রেস - ২০

বাম-কং জোট - ৫

২০১৬ রাজ্য বিধানসভা ভোটের সম্ভাব্য ফলাফল

তৃণমূল কংগ্রেস - ১৬৩টি আসন

বাম-কংগ্রেস জোট - ১২৬টি আসন

বিজেপি - ১টি আসন

অন্যান্য - ৪টি আসন

মোট ২৯৪টি আসনের মধ্যে ২৫টি আসনে শতাংশের বিচারে হাড্ডাহাড্ডি লড়াই হবে। সেখানে জয়ের ব্যবধান হবে খুব সামান্য।

এই ২৫টি আসনে তৃণমূল হেরে গেলে আসন সংখ্যা কমে দাঁড়াবে

তৃণমূল কংগ্রেস = ১৬৩টি আসন - ২৫ টি আসন = ১৩৮টি আসন

এই ২৫টি আসনে বাম-কংগ্রেস জিতলে জোটের আসন সংখ্যা কমে দাঁড়াবে

বাম-কংগ্রেস জোট = ১২৬ + ২৫ টি আসন = ১৫১টি আসন

বিধানসভা নির্বাচনে শতাংশের বিচারে কে কত শতাংশ ভোট পেতে পারে?

তৃণমূল কংগ্রেস - ৪৪ শতাংশ ভোট

বাম-কংগ্রেস জোট - ৪২ শতাংশ ভোট

বিজেপি - ৭ শতাংশ ভোট

অন্যান্য - ৭ শতাংশ ভোট

এবার দেখে নেওয়া যাক অন্যান্য সংবাদমাধ্যমগুলির সমীক্ষা কী বলছে? কোন দল জিতবে ২০১৬ রাজ্য বিধানসভা ভোটে সংখ্যাগরিষ্ঠ আসন।

টাইমস নাও ও সি ভোটার সমীক্ষার ফলাফল

তৃণমূল কংগ্রেস - ১৬৭টি আসন

বাম-কংগ্রেস জোট - ১২০টি অাসন

বিজেপি - ৪টি আসন

অন্যান্য - ৩টি আসন

ইন্ডিয়া টুডে ও অ্যাক্সিস ভোট সমীক্ষার ফলাফল

তৃণমূল কংগ্রেস - ২৩৩-২৫৩ টি আসন

বাম-কংগ্রেস জোট - ৩৮-৫১ টি অাসন

বিজেপি - ১-৫ টি আসন

অন্যান্য - ২-৫ টি আসন

চাণক্য ভোট সমীক্ষার ফলাফল

তৃণমূল কংগ্রেস - ২১০ টি আসন

বাম-কংগ্রেস জোট - ৭০ টি অাসন

বিজেপি - ১৪টি আসন

English summary
West Bengal Assembly Elections 2016 : Post poll survey result
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X