For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মমতার ডাকের অপেক্ষায় এক প্রাক্তন মুখ্যমন্ত্রী, ভোটের প্রচার পারদ তু্ঙ্গে রাখতে পাশে থাকার বার্তা

  • |
Google Oneindia Bengali News

নবান্নে এসে বিহারের আরজেডি নেতা তথা লালুপুত্র তেজস্বী মমতাকে সম্পূর্ণ সমর্থনের বার্তা দিয়ে গিয়েছেন। এছাড়াও মহারাষ্ট্র থেকে শিবসেনা ও উত্তরপ্রদেশ থেকে সমাজবাদী পার্টির অখিলেশ দিয়েছেন সমর্থনের বার্তা। এরপরও বাংলার ভোটের আগে মমতার জন্য এল তাবড় বার্তা।

 মমতার হয়ে প্রচারে বিগত বাম সরকারের প্রাক্তন মন্ত্রী!

মমতার হয়ে প্রচারে বিগত বাম সরকারের প্রাক্তন মন্ত্রী!

মমতা বন্দ্য়োপাধ্যায়ের প্রতি এক বার্তায় অখিলেশ যাদব সাফ জানিয়েছেন যে , তাঁর দলের তাবড় নেতা কিরন্ময় নন্দ মমতা বন্দ্যোপাধ্য়ায়ের প্রচারে থাকবেন। প্রসঙ্গত কিরন্ময় নন্দ বাম সরকারের আমলে মৎসমন্ত্রী ছিলেন। উত্তরপ্রদেশের বুক থেকে এহেন বার্তার পর এবার ভারতের দক্ষিণ প্রান্ত থেকে এল বড় বার্তা।

'দরকারে আমি যাব'

'দরকারে আমি যাব'

তাঁর শপথ গ্রহণ অনুষ্ঠানে মমতা পৌঁছেছিলেন বেঙ্গালুরুর বুকে। জেডিএস নেতা এইচডি কুমারস্বামী সেদিন কর্ণাটকের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ পাঠ করেছিলেন। এরপর কর্ণাটকের সেই প্রাক্তন মুখ্যমন্ত্রী কুমারস্বামী জানিয়ে দিলেন, 'যদি দরকার হয় আমি পশ্চিমবঙ্গে যাব।' দিলেন মমতার পাশে থাকার বার্তা।

 মমতার ভূয়সী প্রশংসা কুমারস্বামীর কণ্ঠে

মমতার ভূয়সী প্রশংসা কুমারস্বামীর কণ্ঠে

এদিকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করে কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী কুমারস্বামী বলেছেন, 'এখনও পর্যন্ত আমি আমন্ত্রণ পাইনি। যদি দরকার পড়ে তাহলে পশ্চিমবঙ্গে যাব। আমি মনে করি তিনি (মমতা) শক্তিশালী ও দুর্নীতিহীন রাজনীতিবিদ এই গোটা দেশে। তাঁর একারই ক্ষমতা রয়েছে বিজেপির সঙ্গে লড়াইয়ের।'

মমতার হয়ে দক্ষিণ থেকে প্রচার চালাবেন?

মমতার হয়ে দক্ষিণ থেকে প্রচার চালাবেন?

প্রসঙ্গত, কুমারস্বামী সাফ জানিয়েছেন, দরকারে তাঁর দল ও তিনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মমতার হয়ে প্রচার করবেন। সোশ্যাল মিডিয়া থেকেই তাঁরা জানাবেন মমতাকে ভোট দেওয়ার আর্জি। কুমারস্বামী জানান, আপাতত মমতার জন্য প্রচারের ডাকের অপেক্ষায় আছেন তিনি।

English summary
West Bengal Assembly Election 2021, Now Kumarswamy of Karnataka waiting for Mamata's call for campaign
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X