tmc bjp west bengal assembly election 2021 তৃণমূল কংগ্রেস বিজেপি পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২১ politics
পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের আগে তৃণমূলের অন্দরে হাইভোল্টেজ 'প্রশিক্ষণ' শুরু, পিছিয়ে নেই বিজেপিও
বাংলার মসনদ দখলের যুদ্ধে তৃণমূল বনাম বিজেপির যুধুধান লড়াই রীতিমতো লাইমলাইট কাড়তে শুরু করে দিয়েছে। দিলীপ, শুভেন্দুদের শিবিরে যেমন স্ট্র্যাটেজি ভিত্তিক প্রচার প্রস্তুতি শুরু, তেমনই মমতা-প্রশান্তরাও পিছিয়ে নেই প্রচারের প্রস্তুতিতে। দুই শিবিরে ভিন্ন ভিন্ন ছকে চলছে প্রশিক্ষণ।

বিজেপির প্রশিক্ষণ
দলে যেমন বিস্তার প্রয়োজন, তেমনই প্রয়োজন ছিল বাগ্মি ব্যক্তিত্বের। বিজেপির হেভিওয়েটরা ইতিমধ্যেই নিজেদের ভাষণে মানুষকে আকর্ষণ করতে শুরু করেছেন। তবে স্থানীয়স্তরে সেভাবে বক্তব্য রাখার মানুষ প্রয়োজন দলের। এই মর্মেই রাঢ়বাংলার মাটিতে দেখা গেল সুবক্তা গড়ে তুলতে বিজেপির প্রশিক্ষণ শিবির।

রাঢ়বঙ্গে বিজেপির ভোট অঙ্ক
প্রসঙ্গত, দুই বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম নিয়ে বিজেপির বাঢ়বঙ্গ জোন। সেখানে লোকসভায় ৫ টি জেলায় ৫৭ আসনে র ৩৮ টিতে এগিয়েছিল বিজেপি। নীলবাড়ি দখল করতে হলে এই জোনে বিজেপির ভোট বাড়ানো জরুরি। সেই জায়গা থেকেই জনসংযোগ মাথায় রেখে এবার প্রশিক্ষণে নামছে বিজেপি।

তৃণমূলে 'স্টার' প্রশিক্ষণ
প্রসঙ্গত, তৃণমূলে সদ্য একঝাঁক তারকা যোগ দিয়েছেন। টলিউডের এই তারকাদের রাজনীতিক তালিম দিতে প্রস্তুতি নিচ্ছে তৃণমূল। আর সেই মর্মে রাজ, পিয়া, সুদেষ্ণাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজের খতিয়ান থেকে শুরু করে রাজনীতির বিভিন্ন দিক নিয়ে পাঠ দিচ্ছেন সাংসদ ডেরেক ও ব্রায়ানরা।

তৃণমূলের গোপন মন্ত্র কী?
জানা গিয়েছে, তারকাদের প্রতি তৃণমূল সাফ জানিয়েছে, যে স্টার সুলভ আচরণ নয়, বরং মাঠে নেমে মানুষের সঙ্গে সহযোগিতা করে, তাঁদের সঙ্গে মিশে রাজনীতি করতে হবে। প্রসঙ্গত, এবারের ভোটের আগে বহু তারকা তৃণমূলে যোগ দিয়েছেন। শোনা যাচ্ছে তাঁদের অনেকেই ভোটে সম্ভবত প্রার্থী হতে পারেন। অনেককেই স্টার ক্যাম্পেনার করতে পারে তৃণমূল। সেই জায়গা থেকে রাজনীতিক তালিম চলছে মমতা শিবিরে যোগদানকারী শিল্পীদের জন্য।