Weather Update: হু হু করে নামছে তাপমাত্রা, ফের শীতলতম কলকাতা! একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়ার আপডেট
উত্তরে হাওয়ার দাপটে শনিবার আরও শীতল (Winter) কলকাতা-সহ দক্ষিণবঙ্গ। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৯ ডিগ্রি সেলসিয়াস। শনিবার তা কমে হয়েছে ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। আগামী কয়েকদিন তাপমাত্রা আরও কমতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আলিপুর আবহাওয়া (Weather) দফতর।

উত্তরবঙ্গের আবহাওয়া
এদিন সকালে আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ২০ ডিসেম্বর সোমবার সকালের মধ্যে সবকটি জেলার আবহাওয়া পরিষ্কার থাকার পাশাপাশি শুকনো থাকার সম্ভাবনা। আগামী তিনদিনে রাতের তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
এদিন সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ২০ ডিসেম্বর সোমবার সকালের মধ্যে উত্তরবঙ্গের মতোই দক্ষিণবঙ্গের সব জায়গার আবহাওয়া শুকনো থাকবে এবং আকাশ পরিষ্কার থাকবে। উত্তরবঙ্গের মতোই দক্ষিণবঙ্গেও আগামী কয়েকদিনে রাতের তাপমাত্রা ২-৩ ডিগ্রি পর্যন্ত কমতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।

কলকাতার আবহাওয়া
আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ পরিষ্কার থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬ ও ১৩ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা শুক্রবারের থেকেও কমে গিয়েছে। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৯ ডিগ্রি সেলসিয়াস। শনিবার তা কমে হয়েছে ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ১৩.৯ (১২)
বালুরঘাট ১৩ (১৩.৪)
বাঁকুড়া ১৩.৫ (১২.১)
ব্যারাকপুর ১২ (১২.৮)
বহরমপুর ১৩.৬ (১৪)
বর্ধমান ১২.৩ (১৩.৮)
ক্যানিং ১২.৪ (১৩.২)
কোচবিহার ৯.৫ (৯.৬)
দার্জিলিং ৪.৬ (৪.৫)
দিঘা ১১.৯ (১১.৯)
কলকাতা ১৩.৫ (১৩.৯)
মালদহ ১৫.২ (১৪.৬)
পানাগড় ১২.৪ (১০.৩)
শিলিগুড়ি ১০.১ (১০.১)
শ্রীনিকেতন ১১.৪ (১০.৫)

সারা দেশেই তাপমাত্রা আরও নামার পূর্বাভাস
আগামী কয়েকদিন মহারাষ্ট্র এবং উত্তর-পশ্চিম ভারতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রির মতো নেমে যেতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী তিনদিনে মধ্য ভারতের বিভিন্ন জায়গায় তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে।

থাকবে ঘন কুয়াশা
আবহাওয়া দফতর জানিয়েছে ১৮ থেকে ২০ ডিসেম্বরের মধ্যে পঞ্জাবে ঘন কুয়াশা থাকবে। অন্যদিকে হরিয়ানা চণ্ডীগড়ে ১৮ ও ১৯ ডিসেম্বর, রাজস্থানে ১৮ ডিসেম্বর, অসম, মেঘায়লয়স নাগাল্যান্ড, মিডোরাম, মনিপুর, ত্রিপুরায় ১৮ ও ১৯ ডিসেম্বর ঘন থেকে অতিঘন কুয়াশা থাকবে বলে সতর্ক করা হয়েছে। এছাড়াও উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকায় শৈত্যপ্রবাহের সতর্কতাও জারি করা হয়েছে।