For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আবহাওয়ার খবর: সপ্তাহ শেষে নিম্নচাপ, দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি

শুক্রবার পর্যন্ত রাজ্য জুড়ে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা না থাকলেও বাড়বে তাপমাত্রা এবং আর্দ্রতাজনিত অস্বস্তি। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর (weather office)। আর শুক্রবার তৈরি হওয়া সম্ভাব্য নিম্নচাপের জেরে গাঙ্গেয় পশ্

  • |
Google Oneindia Bengali News

শুক্রবার পর্যন্ত রাজ্য জুড়ে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা না থাকলেও বাড়বে তাপমাত্রা এবং আর্দ্রতাজনিত অস্বস্তি। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর (weather office)। আর শুক্রবার তৈরি হওয়া সম্ভাব্য নিম্নচাপের জেরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে প্রভাব পড়তে শুরু করবে শনিবার বিকেল থেকে। রবিবার ও সোমবার কয়েকটি জেলায় প্রবল বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে।

 উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

বৃহস্পতিবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ২৫ সেপ্টেম্বর শনিবার সকালের মধ্যে কোনও জেলাতেই আপাতত ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। তবে সব জেলারই কোথাও না কোথাও জায়গায় বর্ষার বৃষ্টি অর্থাৎ বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির হতে পারে। আপাতত দিন পাঁচেকের মধ্যে দিনের তাপমাত্রার পরিবর্তনেরও কোনও পূর্বাভাস নেই।

দক্ষিণবঙ্গে আবহাওয়া

দক্ষিণবঙ্গে আবহাওয়া

এদিন সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ২৪ সেপ্টেম্বর শুক্রবার সকালের মধ্যে আপাতত ভারী বৃষ্টির পূর্বাভাস না থাকলেও, সবকটি জেলারই কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ শনিবার সকালের মধ্যে আবহাওয়ার সেরকম কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। কিন্তু মায়ানমারে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত এবং তার থেকে উত্তর-পূর্ব এবং সংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে ২৪ সেপ্টেম্বর বিকেল নাগাদ। যার জেরে শনিবার থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টি শুরু হতে পারে। রবিবার ও সোমবার নাগাদ দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যা নিয়ে আবহাওয়া দফতরের তরফে সতর্কবার্তাও জারি করা হয়েছে। ইতি মধ্যে যা নিয়ে নবান্নের তরফে জেলাগুলিকেও সতর্ক করা হয়েছে।

কলকাতার আবহাওয়া

কলকাতার আবহাওয়া

বৃহস্পতিবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আকাশ সাধারণভাবে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩০ ও ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

মৎস্যজীবীদের প্রতি সতর্কবার্তা

মৎস্যজীবীদের প্রতি সতর্কবার্তা

মৎস্যজীবীদের প্রতি দেওয়া আবহাওয়া দফতরের সতর্কবার্তায় বলা হয়েছে, ২৪ সেপ্টেম্বর নিম্নচাপ তৈরি হলে, সমুদ্রে ঘন্টায় ৪৫ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। ফলে যাঁরা ইতিমধ্যেই গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়েছেন, তাঁদেরকে ২৪ সেপ্টেম্বর রাতের মধ্যে ফিরে আসতে বলা হয়েছে। আর মৎস্যজীবীদের সবাইকেই বলা হয়েছে ২৫ সেপ্টেম্বর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আপাতত সমুদ্রে না যেতে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

আসানসোল ২৪.৪
বালুরঘাট ২৬
বাঁকুড়া ২৪.৯
ব্যারাকপুর ২৪.৮
বহরমপুর ২৫.৪
বর্ধমান ২৪
ক্যানিং ২৪.৪
কোচবিহার ২৫.৭
দার্জিলিং ১৫.২
দিঘা ২৫.৮
কলকাতা ২৫.৯
মালদহ ২৬.১
পানাগড় ২৬.১
পুরুলিয়া ২৩.১
শিলিগুড়ি ১৩.৭
শ্রীনিকেতন ২৪.৫

রায়গঞ্জে ভয়াবহ বাস দুর্ঘটনা, ৬ পরিযায়ী শ্রমিকের মৃত্যুরায়গঞ্জে ভয়াবহ বাস দুর্ঘটনা, ৬ পরিযায়ী শ্রমিকের মৃত্যু

English summary
Weather office says, due to probable low presure area over Bay of Bengal, Heavy rain may happen over South Bengal districts from Saturday evening.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X