weather north bengal south bengal fog west bengal summer আবহাওয়া পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ গ্রীষ্মকাল
আরও বাড়ল তাপমাত্রা, এবার কি তাপপ্রবাহ, উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার রিপোর্ট একনজরে
সকালে কলকাতার আকাশ (weather) থাকলেও জেলাগুলির কোনও কোনও জায়গায় ছিল কুয়াশা। এদিন সকালে কলকাতা-সহ রাজ্যের অন্যশহরগুলির তাপমাত্রা (temperature) বেড়েছে। রবিবার কলকাতার ন্যূনতম তাপমাত্রা ছিল ২২.৩ ডিগ্রি সেলসিয়াস। এদিন যা বেড়ে হয়েছে ২৫.২ ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েকদিন তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলেই জানানো হয়েছে আবহাওয়া দফতরের (weather office) তরফে।

ফের পশ্চিমী ঝঞ্ঝার আঘাত হানার সতর্কবার্তা
উত্তর পশ্চিম ভারতের বেশিরভাগ অংশ আগামী ২৪ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ২-৩ ডিগ্রি পর্যন্ত কমতে পারে। এছাড়াও আগামী তিনদিন আবহাওয়ার বড় কোনও পরিবর্তন হবে না। আগামী পাঁচ দিন কোথাও তাপপ্রবাহের কোনও সম্ভাবনা নেই। পশ্চিমবঙ্গ ছাড়াও ওড়িশা এবং সিকিমের কোনও কোনও জায়গায় কুয়াশা থাকতে পারে বলে জানানো হয়েছে।
আবহাওয়ার পূর্বাভাসে বলে হয়েছে, ১৩ মার্চ পর্যন্ত বৃষ্টি এবং তুষারপাত হতে পারে পশ্চিম হিমালয়ের পার্বত্য অঞ্চলে। ১৩ মার্চ রাতে অপর একটি পশ্চিমী ঝঞ্ঝা আঘাত হানতে পারে। উত্তর পূর্ব ভারতে বিচ্ছিন্ন বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। এছাড়া দেশের বাকি অংশের আবহাওয়া শুকনো থাকবে।

উত্তরবঙ্গের আবহাওয়া
সোমবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় দার্জিলিং, কালিম্পং এবং কালিম্পং-এ বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টায় দার্জিলিং এবং কালিম্পং-এ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে, বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে আগামী ৪-৫ দিন দিন ও রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলেই জানানো হয়েছে। উত্তরবঙ্গের সবকটি জেলারই কোনও না কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি কুয়াশার সতর্কবার্তা দেওয়া হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘন্টায় সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী ৪-৫ দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে দিন ও রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলেই জানানো হয়েছে। পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে বলে জানানো হয়েছে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্রাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ১৯.৩ (১৭.৩)
বালুরঘাট ১৫.৮ (১৬.৪)
বাঁকুড়া ১৯.৯ (১৭.৮)
ব্যারাকপুর ২১.১ ( ১৭.৯)
বহরমপুর ১৪.৬ ( ১৭.৬)
বর্ধমান ২০.৮ (২০)
ক্যানিং ২২.৬ (২২)
কোচবিহার ১৬.৮ ( ১৭.৮)
দার্জিলিং ৭.৮ (৬.৬)
দিঘা ২৩.৭ (২২.৪)
কলকাতা ২৫.২ ( ২২.৩)
মালদহ ২০.৩ (১৭.৯)
পানাগড় ১৮ (১৫.৮)
পুরুলিয়া ১৭.১ ( ১৫.৫)
শিলিগুড়ি ১৬.৭ ( ১৬.৪)
শ্রীনিকেতন ১৮.৮ (১৫)