For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দুপরেই নামল আঁধার, আকাশ কালো করে প্রবল বর্ষণ শুরু কলকাতা ও শহরতলিতে

দুপরেই নামল আঁধার, আকাশ কালো করে প্রবল বর্ষণ শুরু কলকাতা ও শহরতলিতে

Google Oneindia Bengali News

দুপুর গড়াতেই আকাশ কালো করে মেঘে ঘুটে এল। কালো মেঘে আকাশ ঢাকতেই শুরুব হল প্রবল বর্ষণ। বহু আকাঙ্খিত প্রাক বর্ষার বৃষ্টি। বর্ষা এবার দরজায়। তার আগে বৃষ্টিতে ভিজল শহর কলকাতা ও শহরতলির জেলার বিস্তীর্ণ এলাকা। শুক্রবার ধুলোর ঝড় দোসর হয়ে আসে কলকাতায়। সেই ধুলো ঝড়ের পিছু পিছু নামে বৃষ্টি।

দুপুর গড়াতেই আঁধার নামল শহর-শহরতলিতে

দুপুর গড়াতেই আঁধার নামল শহর-শহরতলিতে

শুক্রবার দুপুরেই কলকাতা ও শহরতলির জেলার একাধিক এলাকায় বৃষ্টি হয়। কার্যত দুপুরেই আঁধার বিরাজ করে বাংলার বেশ কিছু জেলায়। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত শুরু হয় বেশ কিছু জেলায়। সকাল থেকেই মেঘ-রৌদ্রের খেলা আভাস দিচ্ছিল বৃষ্টি নামতে পারে। আবহাওয়া দফতরের পূর্বাভাসও ছিল সেরকমই। সেইমতোই দুপুর গড়াতে আবহাওয়ার প্রতিফলন দেখা গেল কলকাতা ও শহরতলির জেলাগুলিতে।

আকাশ কালো করে বৃষ্টি নামল, তবে বর্ষা নয়

আকাশ কালো করে বৃষ্টি নামল, তবে বর্ষা নয়

কলকাতা-সহ বাংলার জেলায় আকাশ কালো করে বৃষ্টি নামে দুপুরের পর। গমোট গরম থেকে রেহাই মেলে সেই বৃষ্টিতে। শহর ও শহরতলির বাসিন্দারা সামতিক স্বস্তি পেলেও বৃষ্টি কমতেই আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় অস্বস্তি বাড়তে শুরু করে। এই বৃষ্টিকে সে অর্থে বর্ষার বৃষ্টি বলতে নারাজ আবহাওয়া দফতর। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, এটা আসলে প্রাক বর্ষার বৃষ্টি। দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করতে এখনও দুদিন অন্তত।

দক্ষিণবঙ্গে এবার বর্ষা হবে অপেক্ষাকৃত দুর্বল! শঙ্কা

দক্ষিণবঙ্গে এবার বর্ষা হবে অপেক্ষাকৃত দুর্বল! শঙ্কা

এখন পর্যন্ত যা খবর দক্ষিণবঙ্গে এবার বর্ষা হবে অপেক্ষাকৃত দুর্বল। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, প্রাক বর্ষার বৃষ্টি সেভাবে জাঁকিয়ে হয়নি এবার। এখনও পর্যন্ত সেভাবে বৃষ্টির দেখা মেলেনি। বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে কালবৈশাখীর জেরে আর এই প্রথম প্রাক বর্ষার বৃষ্টি হল। তাও হালকা থেকে মাঝারি। চলতি সপ্তাহেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে।

প্রবল বর্ষণ চলছে উত্তরবঙ্গে, বানভাসি পরিস্থিতি

প্রবল বর্ষণ চলছে উত্তরবঙ্গে, বানভাসি পরিস্থিতি

তবে দক্ষিণ সে অর্থে প্রাক বর্ষা জাঁকিয়ে না হলেও উত্তরে বৃষ্টি হয়েছে নাগাড়ে। উত্তরবঙ্গে টানা বৃষ্টি চলছে। ফলে বন্যা পরিস্থিতিও তৈরি হয়েছে। ইতিমধ্য উত্তর-পূ্র্ব ভারতেরর কিছু অংশ বন্যা পরিস্থিতি সাংঘাতিক রূপ নিয়েছে। বিশেষ করে অসমে বন্যা পরিস্থিতি ভয়াবহ। প্রবল বর্ষণ চলছে উত্তরবঙ্গের সব জেলাতেই। বানভাসি পরিস্থিতিতে একাধিক নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছে। ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

৪৮ ঘণ্টার মধ্যে দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ু সক্রিয় হবে

৪৮ ঘণ্টার মধ্যে দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ু সক্রিয় হবে

প্রবল বর্ষণে উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় ধস নামতে শুরু করেছে। ধসের কারণে একাধিক জায়গায় রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। জেরে পর্যটকরা আটকে পড়েছেন বলে জানা গিয়েছে। এবার দক্ষিণবঙ্গে বর্ষা কতটা মারাত্মক রূপ ধারণ করে, সেটাই দেখার। উত্তরের পর দক্ষিণেও শুরু বৃষ্টি। আবহাওয়া দফতর জানিয়েছে দক্ষিণবঙ্গে বর্ষা ঢোকার অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ু পুরোদমে সক্রিয় হয়ে উঠবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

Weather update: ভাসছে উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গে কেমন রূপ দেখাবে বর্ষা? কী জানাল হাওয়া অফিস?Weather update: ভাসছে উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গে কেমন রূপ দেখাবে বর্ষা? কী জানাল হাওয়া অফিস?

Recommended Video

Untitled

English summary
Weather Office forecast : Rain starts in Kolkata and adjacent districts of West Bengal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X