For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সেরা আলিপুরদুয়ারের বিবেকানন্দ ২ নম্বর গ্রাম পঞ্চায়েত

সেরা আলিপুরদুয়ারের বিবেকানন্দ ২ নম্বর গ্রাম পঞ্চায়েত

  • |
Google Oneindia Bengali News

৬৬ টি গ্রাম পঞ্চায়েতকে পেছনে ফেলে জেলার সেরা হয়েছে আলিপুরদুয়ারের বিবেকানন্দ ২ নম্বর গ্রাম পঞ্চায়েত।

সেরা আলিপুরদুয়ারের বিবেকানন্দ ২ নম্বর গ্রাম পঞ্চায়েত


জেলা প্রশাসনের বিচারে জনগণকে বিভিন্ন প্রকল্পের কাজ সম্পর্কে তথ্য প্রদানের ক্ষেত্রে এই গ্রাম পঞ্চায়েত সেরা। আলিপুরদুয়ার জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জেলায় মোট ৬৬ টি গ্রাম পঞ্চায়েত রয়েছে। সমস্ত গ্রাম পঞ্চায়েতকেই পাবলিক ইনফর্মেশন বোর্ডের মাধ্যমে গ্রাম পঞ্চায়েত এলাকায় বসবাসকারি মানুষদের পঞ্চায়েতের কাজ ও প্রকল্প সম্পর্কে জানানোর নির্দেশ দেওয়া রয়েছে। এই কাজ সব থেকে ভালো ভাবে করেছে আলিপুরদুয়ার বিবেকানন্দ ২ নম্বর গ্রাম পঞ্চায়েত। সমস্ত দিক বিচার করে জেলা প্রশাসনের পক্ষ থেকে এই গ্রাম পঞ্চায়েতকে সেরার শিরোপা দেওয়া হয়েছে।

এই খবরে খুশির হাওয়া বিবেকানন্দ ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান থেকে কর্মীদের মধ্যে আনন্দের উচ্ছ্বাস। পঞ্চায়েত প্রধান বিদেশি কুলু বলেন, তাঁরা সরকারের বিভিন্ন প্রকল্প ও পঞ্চায়েতের বিভিন্ন কাজের যাবতীয় বিস্তারিতভাবে বোর্ডে লিখে দিয়ে থাকেন। সেই লেখা জনসমক্ষে আনা হয়েছে। গ্রাম পঞ্চায়েতের নির্বাহী বাস্তুকার আন্দুস সামাদ বলেন, এখন তাঁদের লক্ষ্য গ্রাম পঞ্চায়েতের নিজস্ব বাইল তৈরি করে স্বনির্ভর করা।

গ্রাম পঞ্চায়েত সূত্রে জানা গেছে, আলিপুরদুয়ার শহর লাগোয়া এই গ্রাম পঞ্চায়েতে অন্তত ২০ হাজার মানুষের বাস। ১৯৯৩ সালে এই গ্রাম পঞ্চায়েতের পত্তন হয়। বছরে অন্তত ১০ কোটি টাকার কাজ হয় এই গ্রাম পঞ্চায়েতে। ছোট বড় অন্তত ২৫ টি সরকারি প্রকল্পের কাজের যাবতীয় তথ্য জনসাধারনের মধ্যে পাবলিক ইনফরমেশন বোর্ড করে প্রচার করা হয়েছে।

English summary
Vivekananda 2 is best Panchayet in Alipurduar
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X