For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সংসদীয় জীবন থেকে স্বেচ্ছাবসর নিচ্ছেন গুরুদাস দাশগুপ্ত

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

গুরুদাস দাশগুপ্ত
কলকাতা, ১৯ ফেব্রুয়ারি: দীর্ঘ ২৫ বছরের সংসদীয় জীবনে নিজেই দাঁড়ি টেনে দিলেন গুরুদাস দাশগুপ্ত। বয়সের কারণ দেখিয়ে আসন্ন লোকসভা ভোটে আর দাঁড়াচ্ছেন না তিনি। ফলে, সিপিআই একজন মুখর নেতাকে হারাবে সংসদের ভিতরে।

দেশের বামপন্থী আন্দোলনে গুরুদাসবাবু পরিচিত মুখ। নানা ইস্যুতে সরব হয়েছেন সংসদের ভিতরে, বাইরে। বারবার। এবারও তিনি লোকসভা ভোটে ঘাটাল আসন থেকে দাঁড়াবেন, এটা ধরেই নিয়েছিল সিপিআই নেতৃত্ব। কিন্তু কিছুদিন আগে গুরুদাসবাবু জানিয়ে দেন, বয়সের কারণে আর শরীর দিচ্ছে না। অবসর নিতে চান। দলের নেতারা বারবার বোঝানোর চেষ্টা করলেও তিনি অনড় থাকেন। শেষ পর্যন্ত তাঁর ইচ্ছাকে সম্মান জানায় দল।

গুরুদাসবাবু নিজে এই খবরের সত্যতা স্বীকার করে বলেছেন, "লোকসভা আর রাজ্যসভা মিলিয়ে ২৫ বছর কাটিয়েছি সংসদে। এখনও ক্ষমতা আঁকড়ে থাকার কোনও মানে নেই। সিপিআইয়ের শ্রমিক সংগঠন এআইটিইউসি-র এখন আরও প্রসার ঘটেছে। আমি ঠিক করেছি, শ্রমিক সংগঠনের কাজে নিজেকে নিয়োজিত রাখব।"

পশ্চিমবঙ্গ থেকে যথারীতি তিনটি আসনে লড়বে সিপিআই। মেদিনীপুর থেকে প্রবোধ পাণ্ডা ও বসিরহাট থেকে দাঁড়াবেন নুরুল হুদা। ঘাটালে গুরুদাসবাবুর বদলে এখন অন্য কারও নাম ভাবতে হবে সিপিআই নেতাদের।

English summary
Veteran CPI MP Gurudas Dasgupta decides to quit parliamentary politics
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X