For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০২৫ সালের মধ্যে রাজ্যের সর্বত্র আন্ডারগ্রাউন্ড কেবল বসাবে রাজ্য সরকার

২০২৫ সালের মধ্যে রাজ্যের সব জায়গায় আন্ডার গ্রাউন্ড কেবল বসানোর কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নিয়েছে রাজ্য সরকার।

  • |
Google Oneindia Bengali News

২০২৫ সালের মধ্যে রাজ্যের সব জায়গায় আন্ডার গ্রাউন্ড কেবল বসানোর কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নিয়েছে রাজ্য সরকার। কোথাও রাজ্য সরকারের একক উদ্যোগে, কোথাও কেন্দ্রের সঙ্গে যৌথভাবে এই আন্ডার গ্রাউন্ড কেবল বসানোর কাজ শুরু হয়েছে।

২০২৫ সালের মধ্যে রাজ্যের সর্বত্র আন্ডারগ্রাউন্ড কেবল বসাবে রাজ্য সরকার

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিঘা সফরের আগে দিঘায় বিদ্যুৎ পরিস্থিতি ঘুরে দেখতে এসে এই কথা জানান রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। দিঘায় আন্ডার গ্রাউন্ড কেবল বসানোর কাজ কতটা এগিয়েছে সে সম্পর্কে খোঁজ নেন তিনি। প্রসঙ্গত বিশ্ব ব্যাংকের আর্থিক সহায়তায় রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থার উদ্যোগে দিঘা জুড়ে আন্ডার গ্রাউন্ড কেবল বসানোর কাজ চলছে।

চলতি বছরের মধ্যে এই কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এই পর্যটনকেন্দ্রে বিদ্যুৎ বিভ্রাট বন্ধ করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি রামনগরে একটি বিদ্যুৎ সাব স্টেশন গড়ার হবে বলে ঠিক হয়েছে।

আগামী ১৯ তারিখ পূর্ব মেদিনীপুর জেলা সফরে এসে দিঘা আসার কথা আছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

বিদ্যুৎ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেছেন যে দিঘায় এখন অনেক বেশি পরিমাণে পর্যটক আসছেন। তাই দিঘা এলাকায় অনেক উন্নয়ন করা হচ্ছে। এখানে এসে পর্যটকদের যাতে বিদ্যুৎ নিয়ে কোন সমস্যায় পড়তে না হয় তার জন্য এই এলাকায় বিদ্যুৎ ব্যবস্থা আরও ‌উন্নতি করা হচ্ছে।

English summary
Underground cable with be installed by 2025 in Bengal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X