For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনার ধাক্কায় বিক্রিতে মন্দা! চাপের মুখে পড়ে মদের দাম কমানোর রাস্তায় হাঁটতে পারে রাজ্য

করোনার ধাক্কায় বিক্রিতে মন্দা! চাপের মুখে পড়ে মদের দাম কমানোর রাস্তায় হাঁটতে পারে রাজ্য

  • |
Google Oneindia Bengali News

করোনা লকডাউনের জেরে ইতিমধ্যেই গোটা দেশে অনেকটাই কমেছে মদের বিক্রি। এদিকে লকডাউনের মাঝে মদের দোকান খুললেও বর্তমানে মদের উপর চড়া শুল্ক ধার্য করেছে রাজ্য সরকার। ফলে বিক্রি কমেছে পশ্চিমবঙ্গেও। যার জেরে মাথায় হাত মদের দোকানের মালিকদের। এমতাবস্থায় ব্যবসা টিকিয়ে রাখতে পশ্চিমবঙ্গ সরকারের দ্বারস্থ হল কনফেডারেশন অফ ইণ্ডিয়ান অ্যালকোহলিক বিভারেজ কোম্পানি বা সিআইএবিসি।

করোনার ধাক্কায় বিক্রিতে মন্দা! চাপের মুখে পড়ে মদের দাম কমানোর রাস্তায় হাঁটতে পারে রাজ্য

সূত্রের খবর, বিক্রি বাড়াতে আগের সিদ্ধান্তের পথ থেকে সরে আসতে চাইছে রাজ্য সরকার। এদিকে ৯ই এপ্রিল থেকে প্রতিটি মদের পূর্ববর্তী দামের উপর ৩০ শতাংশ অতিরিক্ত বিক্রয় শুল্ক ধার্য করেছিল রাজ্য সরকার। বর্তমানে ফের বিক্রি বাড়তে দেশে তৈরি বিদেশি বিলেতি মদ ও বিদেশী অ্যালকোহলের মূল্য অনুসারে দাম কমানের রাস্তায় হাঁটতে চলেছে সরকার।

এদিকে অতিরিক্ত শুল্কের জেরে গত কয়েক মাসেই ব্যাপক মন্দা নামে মদ বিক্রিতে। এই বিষয়ে সিআইএবিসির সাম্প্রতিক রিপোর্টে বলা হয়েছে, যেসব রাজ্য লকডাউনে মদের পূর্ববর্তী দামের উপর ১৫ থেকে ৫০ শতাংশ বাড়তি শুল্ক আরোপ করেছিল সেখানে মদের বিক্রি গড়ে ৩৪ শতাংশ পর্যন্ত হ্রাস পেয়েছে। এদিকে সিআইএবিসি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আগেই ভিন্ন প্রস্তাব রেখেছিল বলে জানা যাচ্ছে। এর আগে জুনেই তারা ৩০ শতাংশ থেকে বর্ধিত শুল্ক কমিয়ে ৫ শতাংশ থেকে ১০ শতাংশ বেঁধে দেওয়ার দাবি জানায়।

জমিতে মোবাইল টাওয়ার বসাতে চান? সাবধান! ফাঁদ পেতেছে প্রতারকের দল, জানুন বিশদে জমিতে মোবাইল টাওয়ার বসাতে চান? সাবধান! ফাঁদ পেতেছে প্রতারকের দল, জানুন বিশদে

English summary
Under pressure, the state government may take the road to reduce the price of alcohol
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X