For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‌দীপাবলীর আগেই ডুয়ার্সে বন্ধ হল দু’‌টি চা বাগান, অন্ধকার ৩০০০ শ্রমিক পরিবারের ভবিষ্যৎ

  • |
Google Oneindia Bengali News

দীপাবলির ঠিক আগের দিনই ডুয়ার্সের দু'‌টি চা বাগান বন্ধ হয়ে গেল। বক্সা ডুয়ার্স টি কোম্পানির অন্তর্গত কালচিনি ও রায়মাটাং চা বাগান দুটিই বন্ধ হলো শনিবার। ফলে আলোর উৎসবের আগেই ৩০০০ শ্রমিক পরিবারের ভবিষ্যতে অন্ধকার নেমে এল।

‌দীপাবলীর আগেই ডুয়ার্সে বন্ধ হল দু’‌টি চা বাগান, অন্ধকার ৩০০০ শ্রমিক পরিবারের ভবিষ্যৎ

চা বাগান শ্রমিকদের সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে দুই বাগান কর্তৃপক্ষ বাগান ছেড়ে পালিয়ে যান। কালীপুজোর আগের দিন তাঁরা পালিয়ে যাওয়ার ফলে ক্ষোভ ছড়িয়েছে শ্রমিকদের মধ্যে। ক্ষোভ সামাল দিতে না পেরে ক্ষুব্ধ শ্রমিকরা নিমতি মোড় এলাকায় পথ অবরোধ করেন। রাস্তার ওপর গাড়ীর টায়ার জ্বালিয়ে দেওয়া হয়। এর ফলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ পরিস্থিতি সামাল দিতে আসলে শ্রমিকদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়ে তারা। জানা গিয়েছে, এ বছরের পুজোতে চা বাগানের শ্রমিকরা বোনাসও পায়নি। বেতনও ঠিক মতো মেলেনি তাঁদের। ফলে অনেকদিন থেকেই ক্ষোভের সঞ্চার হচ্ছিল তাঁদের মধ্যে।
বিসি ডব্লিউ গার্ডেন ইউনিটের প্রেসিডেন্ট ফিরোজ গোয়ালা বলেন, '‌কালচিনি ও রায়মাটাং চা বাগানের মালিক রোশন, তাঁর যখন ইচ্ছা খুশি বাগান খুলছেন আর বন্ধ করছেন। আমরা চাই এই বাগান শ্রমিকদের স্বার্থে ঠিক ভাবে চলুক। বাগানে প্রচুর পরিমাণে পাতা আছে। এর পর কেন বার বার বাগান বন্ধ হয়ে যাচ্ছে তা বোঝা যাচ্ছে না।'‌ সিটু নেতা বিকাশ মাহালি বলেন, '‌আমরা এই মালিক আর চাই না। বাগানে নুতন মালিক আসুক।'‌ তৃণমূল কংগ্রেসের চা বাগান মজদুর ইউনিয়ন এর কেন্দ্রীয় সহ সম্পাদক অসীম মজুমদার জানান, এই মালিক আর লাগবেনা । নুতন মালিকরা এসে বাগান পরিচালনা করুক।
English summary
tea garden close at duars
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X