For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ছাত্রদের মুখে 'জয় শ্রীরাম'! অশান্তি দক্ষিণ ২৪ পরগনার স্কুলে

এবার স্কুলের ছাত্রদের মুখে জয় শ্রীরাম। যার জেরে স্কুল এবং এলাকায় অশান্তি। ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের বাখড়াহাট হাইস্কুলে। ঘটনারজেরে স্কুলে বিক্ষোভ চলে বেশ কিছুক্ষণ।

  • |
Google Oneindia Bengali News

এবার স্কুলের ছাত্রদের মুখে জয় শ্রীরাম। সূত্রের খবর অনুযায়ী, যার জেরে স্কুল এবং এলাকায় অশান্তি। ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের বাখড়াহাট হাইস্কুলে। ঘটনার জেরে স্কুলে বিক্ষোভ চলে বেশ কিছুক্ষণ। সূত্রের খবর অনুযায়ী, পরে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি সামাল দেয়।

ছাত্রদের মুখে জয় শ্রীরাম! অশান্তি দক্ষিণ ২৪ পরগনার স্কুলে

স্থানীয় সূত্রে জানা গিয়েছে একাদশ শ্রেণির ২ ছাত্র স্কুলে গিয়ে জয় শ্রীরাম স্লোগান দিয়েছিল। যার জেরে ওই দুজনকে মারধর করা হয় বলে অভিযোগ। খবর গ্রামে পৌঁছতেই গ্রামবাসীদের একাংশ এবং ওই ছাত্রদের অভিভাবকরা স্কুলে গিয়ে বিক্ষোভ দেখান। খবর পেয়েই এলাকায় যায় পুলিশ।

ভোট প্রচারের সময় জয় শ্রীরাম স্লোগান শুনে প্রথমবার চন্দ্রকোণার কাছে কনভয় থামিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাড়া করেছিলেন বেশ কয়েকজন যুবককে।

[আরও পড়ুন: হালিশহরের পথেই কি কাঁচড়াপাড়া! তৃণমূলের পদক্ষেপে জল্পনা তুঙ্গে][আরও পড়ুন: হালিশহরের পথেই কি কাঁচড়াপাড়া! তৃণমূলের পদক্ষেপে জল্পনা তুঙ্গে]

এরপর ভোটের প্রচারে এসে সেই ঘটনাই বারবার করে সাধারণের সামনে তুলে ধরেচিলেন অমিত শাহ, নরেন্দ্র মোদী। ভোটের ফল বেরনোর পর মুখ্যমন্ত্রীকে দেখে জয় শ্রীরাম বলার হার যেন বেড়ে যায়। যেদিন মুখ্যমন্ত্রী কাঁচড়াপাড় গিয়েছিলেন, ভাটপাড়া থেকে কাঁচড়াপাড়ার পথে বেশ কয়েকবার কনভয় থামিয়ে স্লোগানকারীদের উদ্দেশে তেড়ে যেতে দেখা গিয়েছিল মুখ্যমন্ত্রীকে।

[আরও পড়ুন:দুর্নীতির দায়ে ৩১২ সরকারি আধিকারিককে বরখাস্ত! সংসদে চাঞ্চল্যকর তথ্য][আরও পড়ুন:দুর্নীতির দায়ে ৩১২ সরকারি আধিকারিককে বরখাস্ত! সংসদে চাঞ্চল্যকর তথ্য]

English summary
Two students were allegedly beat up in school to chant jai shri ram slogan in south 24 parganas.Portion of villagers and parents agitated in front of the school for this incident.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X