For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সামশেরগঞ্জে ধৃত দুই বেআইনি অস্ত্র-কারবারি! সন্ধান চলছে ক্রেতা ও ডিলারের

মুর্শিদাবাদের সামশেরগঞ্জে অস্ত্র জোগান দিতে এসে পুলিশের হাতে ধরা পড়ল দুই ব্যক্তি। তাদের কাছ থেকে উদ্ধার হল বেশ কিছু আগ্নেয়াস্ত্র।

Google Oneindia Bengali News

মুর্শিদাবাদের সামশেরগঞ্জে আগ্নেয়াস্ত্র সাপ্লাই করতে এসে পুলিশের হাতে ধরা পড়ল আলেমুল শেখ ও ওয়াহিদ মোমিন নামে দুই অস্ত্র কারবরি। পুলিশ জানিয়েছে তাদের কাছ থেকে ৭টি পিস্তল, ৩টি ওয়ান শটার, ১০ রাউন্ড গুলি ও মোট ১৪টি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। তাঁরা মালদহের কালিয়াচকের এক বেআইনি অস্ত্রপ্রস্তুতকারকের কাছ থেকে এই আগ্নেয়াস্ত্রগুলি নিয়ে এসেছিল।

সামশেরগঞ্জে ধৃত দুই বেআইনি অস্ত্র-কারবারি!

মুর্শিদাবাদ জেলায় দিন দিন বেআইনি অস্ত্রের সংখ্যা বাড়ছে। তাই বাড়ানো হয়েছে নজরদারিও। গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর অপেক্ষায় ছিল পুলিশ। বাসে করে এসে নামতেই আলেমুল শেখ ও ওয়াহিদ মোমিনকে গ্রেপ্তার করা হয়। নাইলনের ব্য়াগে গামছায় মুড়ে তাঁরা অস্ত্রগুলি এনেছিলেন। তবে দুজনেই নেহাত কেরিয়ার হিসেবে কাজ করত বলে জানিয়েছে পুলিশ। একেকটি অস্ত্র পিছু তাদের ১০০০ টাকা করে দেওয়া হতো বলে জানিয়েছে ধৃতেরা।

পুলিশ তাদের জেরা করে অস্ত্র ব্যবসায়ী ও যাঁর কাছে অস্ত্রগুলি পৌঁছে দেওয়ার কথা ছিল তাদের সন্ধান করার চেষ্টা চালাচ্ছে। অস্ত্র ব্যবসায়ীর বাড়ি মালদহে বলে জানা গিয়েছে। তাঁকে আটক করার চেষ্টা শুরু হয়েছে। মুর্শিদাবাদে যাঁদের ওই ডেবিভারি নেওয়ার কথা ছিল তাদেরও চিহ্নিত করা সম্ভব হয়েছে বলে দাবি পুলিশের।

মুর্শিদাবাদে বেশ কয়েকটি লাইন দিয়ে মুঙ্গেরে তৈরি অস্ত্র এসে ঢুকছে বলে খবর রয়েছে পুলিশের কাছে। তারমধ্যে একটি হল মালদহ হয়ে আলেমুলদের মতো কেরিয়ারদের সাহায্যে। এই ঘটনার ডিলারকে পাকড়াও করতে পারলে অনেক তথ্য হাতে আসবে বলে মনে করছে পুলিশ। সম্প্রতি মুর্শিদাবাদে জঙ্গি গোষ্ঠী জেএমবি-র প্রভাব বাড়ছে বলেও খবর আছে পুলিশের কাছে।

English summary
Two arms supplier arrested red-handed by the police in Samshergaunge of Murshidabad. Several firearms were recovered from them.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X