For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ট্রাক চালক ও স্থানীয়দের মধ্যে বচসা, সীমান্তে আটকে ৭০০ ট্রাক

  • |
Google Oneindia Bengali News

বসিরহাট, ৯ এপ্রিল : স্থানীয় সমস্যায় ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় আটকে রয়েছে প্রায় ৭০০ ট্রাক, পচতে বসেছে তার মধ্যে থাকা সবজি ও অন্যান্য কাঁচামাল।

জানা গিয়েছে, বসিরহাট ঘোঁজাডাঙ্গা সীমান্তে ইছামতী নদীর ধারে পার্কিংয়ের জায়গায় ট্রাক চালক ও সেখানকার পার্কিংয়ে কাজ করা ছেলেদের মধ্যে বচসার জেরে বুধবার থেকে সীমান্ত এলাকায় অবরোধ করে রয়েছেন ট্রাক চালকরা।

ট্রাক চালক ও স্থানীয়দের মধ্যে বচসা, সীমান্তে আটকে ৭০০ ট্রাক


ঘটনার জেরে তৈরি হয়েছে চূড়ান্ত অচলাবস্থা। এর ফলে প্রায় ৭০০ ট্রাক সীমান্ত এলাকার সড়কগুলিতে আটকে রয়েছে। জানা গিয়েছে ওই ট্রাকগুলির বেশিরভাগই সবজি ও অন্যান্য কাঁচামাল বহন করছিল। দু'দিন আটকে থাকায় সেগুলিও পচতে বসেছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল ট্রাক পার্কিং করাকে কেন্দ্র করে চালকদের সঙ্গে পার্কিংয়ের কাজে নিযুক্ত ছেলেদের বচসা বাঁধে। অভিযোগ, এরপর এক ট্রাক চালককে মেরে মাথা ফাটিয়ে দেয় ওখানকার স্থানীয় ছেলেরা। এই ঘটনার সুবিটার দাবি করে এবং অভিযুক্তকে ধরার দাবিকে সামনে রেখে ট্রাকে করে সীমান্তে আমদানি-রপ্তানি বন্ধ রেখে পথে বসেছেন ট্রাক চালকরা।

ঘটনাস্থলে গিয়ে পুলিশ আলোচনায় বসেছে চালকদের সঙ্গে। এর আগে বিএসএফ জওয়ানরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলেও অভিযুক্তদের ধরার দাবিতে অনড় ট্রাক টালকরা পথে বসে প্রতিবাদ করছেন।

English summary
Truck drivers are allegedly beaten by local goons and called strike at Basirhat border from tomorrow
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X