For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তৃণমূলে থাবায় বিপাকে বিজেপি, জঙ্গলমহলে সংগঠন রক্ষায় পন্থা খুঁজে পাচ্ছেন না দিলীপরা

সাম্প্রতিক পঞ্চায়েত নির্বাচন বিজেপিকে অক্সিজেন জুগিয়েছিল জঙ্গলমহলে। কিন্তু ভোট মিটতেই যথারীতি বিজেপিতে থাবা বসাতে শুরু করে দিয়েছে তৃণমূল।

Google Oneindia Bengali News

সাম্প্রতিক পঞ্চায়েত নির্বাচন বিজেপিকে অক্সিজেন জুগিয়েছিল জঙ্গলমহলে। কিন্তু ভোট মিটতেই যথারীতি বিজেপিতে থাবা বসাতে শুরু করে দিয়েছে তৃণমূল। ফলে দলবদলের রাজনীতির গ্রাসে জঙ্গলমহলে বিজেপির সংগঠন বাঁচানোই দায় হয়ে পড়েছে। বিজেপি ছেড়ে শাসক দল তৃণমূলে যোগদানের পালা চলছেই।

তৃণমূলে থাবায় বিপাকে বিজেপি, জঙ্গলমহলে সংগঠন রক্ষায় পন্থা খুঁজে পাচ্ছেন না দিলীপরা

একুশে জুলাইয়ের পঞ্চায়েত সদস্যদের পর পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে গিয়ে দলবদল করেছেন জঙ্গলমহলের বিজেপি নেতারা। জঙ্গলমহলের নেতা-কর্মীদের এই প্রবণতায় লোকসভা ভোটের আগে তাই ঘোর চিন্তায় দিলীপ ঘোষ-মুকুল রায়রা। কেন তাঁরা সংগঠন ধরে রাখতে পারছে না, তার কী জবাব দেবেন দলের শীর্ষ নেতৃত্বের কাছে, সেই ভাবনাই বাসা বেঁধেছে বিজেপির অন্দরে।

[আরও পড়ুন: বিজেপিতে ভাঙন অব্যাহত জঙ্গলমহলে, পার্থর হাত ধরে তৃণমূলে ফিরলেন একঝাঁক নেতা ][আরও পড়ুন: বিজেপিতে ভাঙন অব্যাহত জঙ্গলমহলে, পার্থর হাত ধরে তৃণমূলে ফিরলেন একঝাঁক নেতা ]

যে জঙ্গলমহল লোকসভার আগে বিজেপিকে উৎসাহ দিয়েছিল, সেই জঙ্গলমহলেই ক্রমশ ব্যাকফুটে পড়ে গিয়েছে বিজেপি। এখনও পঞ্চায়েত বোর্ড গঠন হয়নি, তার আগেই ভাঙন-বিপাকে মাথায় হাত পড়ে গিয়েছে দিলীপ ঘোষদের। ভোটে জিতেও কেন ভাঙন আটকানো যাচ্ছে না, সেই চিন্তা গ্রাস করেছে বঙ্গ বিজেপি নেতৃত্বকে।

একুশে জুলাইয়ের মঞ্চে ঝাড়গ্রাম বিজেপির ৪০ জন পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগদান করেছিল। তারপরও বিজেপি ভাঙন ঠেকাতে ব্যর্থ। বৃহস্পতিবার ফের ঝাড়গ্রাম জেলা তৃণমূলের নেতারা বড়সড় ভাঙন ধরিয়ে বিজেপি ছাড়লেন। বিজেপির জেলা সংগঠনের শীর্ষনেতারা কলকাতায় এসে যোগ দিলেন তৃণমূলে। তৃণমূল মহাসচিবের সঙ্গে দেখা করার পরই তাঁরা যোগদান করেন শাসক দলে।

একুশে জুলাইয়ের সভায় পার্থ চট্টোপাধ্যায় দলত্যাগীদেরনাম ঘোষণা করতে পারেনি। ঝাড়গ্রাম জেলা তৃণমূলও দু-একজন ছাড়া কারা দলে যোগদান করেছে, তাদের নাম পরিষ্কার করে বলতে পারেনি। ফলে বিজেপি অভিযোগ তুলে বলেছিল, বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানের খবর ভিত্তিহীন। এবার কিন্তু সেই অভিযোগ তোলার জায়গা রাখল না তৃণমূল কংগ্রেস। এবার রাখঢাক না করে তৃণমূলের তরফে জানিয়ে দেওয়া হল বিজেপি ছেড়ে কারা এলেন তৃণমূল কংগ্রেসে।

বৃহস্পতিবার ঝাড়গ্রাম জেলা তৃণমূলের চেয়ারম্যান সুকুমার হাঁসদা, তৃণমূল প্রাথমিক শিক্ষা সমিতির নেতা কৃষ্ণেন্দু বিশইয়ের নেতৃত্বে বিজেপি নেতারা তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন। তারপরই তৃণমূলে যোগদান করেন ঝাড়গ্রাম জেলা সহ সভাপতি অজয়কুমার সেন, সুশীলকুমার ঘোষ, কৃষ্ণ প্রধান, প্রাক্তন সাধারণ সম্পাদক অমলকুমার কর, স্বপনকুমার মাহাতো-রা।

[আরও পড়ুন:বঙ্গ বিজেপিতে বড়সড় রদবদল, মিশন ২০১৯-এর লক্ষ্যে মোদী পাঠাচ্ছেন 'সেনাপতি'][আরও পড়ুন:বঙ্গ বিজেপিতে বড়সড় রদবদল, মিশন ২০১৯-এর লক্ষ্যে মোদী পাঠাচ্ছেন 'সেনাপতি']

English summary
Trinamool Congress is active to break BJP in JangalMahal. BJP is broken after Panchayat Election. BJP is in big trouble to save organization,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X