For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মমতায় আস্থা ওঁদের! বিরোধী দলের টিকিটে জিতেও তৃণমূলে যোগদান, উধাও জট

দক্ষিণ দিনাজপুরের হিলি ব্লকে পঞ্চায়েত সদস্যরা বিরোধী শিবির ছেড়ে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। এই যোগদানের ফলে পঞ্চায়েতের জট কাটল। দুই গ্রাম পঞ্চায়েতে শক্তিশালী হল তৃণমূল কংগ্রেস।

Google Oneindia Bengali News

বিরোধী দলের টিকিটে তৃণমূলের বিরুদ্ধে জিতলেও পঞ্চায়েত বোর্ড গঠনের আগেই তৃণমূলে যোগ ফিরলেন পঞ্চায়েতের বিজয়ী প্রার্থীরা। সোমবার দক্ষিণ দিনাজপুরের হিলি ব্লকে পঞ্চায়েত সদস্যরা বিরোধী শিবির ছেড়ে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। এই যোগদানের ফলে পঞ্চায়েতের জট কাটল। দুই গ্রাম পঞ্চায়েতে শক্তিশালী হল তৃণমূল কংগ্রেস।

মমতায় আস্থা ওঁদের

সোমবার আরএসপি একজন পঞ্চায়েত সদস্য ও দু'জন নির্দল সদস্য দল ছেড়ে তৃণমূলে আসেন। তৃণমূল কংগ্রেসে যোগদানকারীদের মধ্যে রয়েছেন একজন বিদায়ী উপপ্রধানও। হিলি ব্লকের ধলপাড়া ও পাঞ্জুল গ্রাম পঞ্চায়েতের সদস্য ওঁরা। এদিন হিলিতে এক দলীয় অনুষ্ঠানে বিদায়ী বোর্ডের আরএসপির উপপ্রধান অতুল মালি, তাঁর মেয়ে পঞ্চায়েতে বিজয়ী সদস্যা যমুনা মালি শতাধিক কর্মীকে নিয়ে তৃণমূলে যোগ দেন।

এদিন ধলপাড়া নির্দল সদস্য মহম্মদ মোসলেমও সদলবলে যোগদান করেন তৃণমূলে। এই দলবদলের ফলে ত্রিশঙ্কু দুই পঞ্চায়েতের রাজনৈতিক অঙ্ক পরিবর্তন হয়ে যায়। তৃণমূল কংগ্রেসে এই দুই গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠনে কোনও বাধা থাকল না। প্রথমবার এই দুই পঞ্চায়েতে বোর্ড গঠনের আনন্দে উৎসবে মাতেন তৃণমূল কংগ্রেস কর্মী ও সমর্থকরা। এদিন পঞ্চায়েত সদস্যরা দলবদল করে বিজেপির আশায় জল ঢেলে দিল।

English summary
Opponent members join in TMC and solve the problem of Panchayat. RSP and Independent members join in TMC in South Dinajpur.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X