For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দিনাজপুরে নির্ভয়াকাণ্ড! গণধর্ষণের পর গোপনাঙ্গে রড ঢুকিয়ে পাশবিক অত্যাচার তরুণীকে

এবার দিল্লি ছাড়িয়ে নির্ভয়াকাণ্ডের ছায়া পশ্চিমবঙ্গে। মানসিক ভারসাম্যহীন এক ২১ বছরের আদিবাসী তরুণীর গোপনাঙ্গে লোহার রড ঢুকিয়ে পাশবিক অত্যাচার চালানো হল।

  • |
Google Oneindia Bengali News

এবার দিল্লি ছাড়িয়ে নির্ভয়াকাণ্ডের ছায়া পশ্চিমবঙ্গে। মানসিক ভারসাম্যহীন এক ২১ বছরের আদিবাসী তরুণীর গোপনাঙ্গে লোহার রড ঢুকিয়ে পাশবিক অত্যাচার চালানো হল। তার আগে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে শনিবার দক্ষিণ দিনাজপুরের কুশমুণ্ডিতে।

দক্ষিণ দিনাজপুরে নির্ভয়াকাণ্ড! গণধর্ষণ আদিবাসী তরুণীকে

হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছেন তরুণী। এখনও জ্ঞান ফেরেনি। জ্ঞান ফিরলেই তাঁর বয়ান নিয়ে তদন্তে নামবে পুলিশ।

জানা গিয়েছে, নিজের গ্রামের রাস্তা ধরে শনিবার রাতে বাড়ি ফিরছিলেন তরুণী। সেইসময়ে অন্ধকারে তার উপরে হামলা চালায় একদল দুষ্কৃতী। প্রথমে গণধর্ষণ তারপরে গোপনাঙ্গে লোহার রড ঢুকিয়ে দেওয়া হয়।

মর্মান্তিক অবস্থার সেখানেই শেষ ছিল না। ঘটনাস্থলেই প্রায় ধরে একদিন তরুণী পড়েছিলেন। কেউ তাকে তুলে হাসপাতালে নিয়ে যায়নি। সাহায্য করতেও আসেনি। রবিবার বিকেলের পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এই মুহূর্তে অচৈতন্য অবস্থায় রয়েছেন তরুণী। প্রথমে তাঁকে রায়গঞ্জ হাসপাতালে ভর্তি করে হলে পরে মালদা হাসপাতালে রেফার করা হয়। আইসিসিইউতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনি।

ঘটনার তদন্তে নেমে পুলিশ প্রাথমিকভাবে দুজনকে গ্রেফতার করেছে। তরুণীর যৌনাঙ্গ ও অন্ত্রে গভীর চোট রয়েছে। রাজ্য মহিলা কমিশনের চেয়ারম্যান সুনন্দা মুখোপাধ্যায় ঘটনাকে ভয়ঙ্কর বলে ব্যাখ্যা করেছেন। দোষীদের অবিলম্বে শাস্তির দাবিতে সরব হয়েছেন তিনি।

তরুণী আদিবাসী হওয়ায় আদিবাসী সমাজ ও লোকশিল্পী মঞ্চের তরফে সভাপতি বুধন হেমব্রম বলেছেন, ঘটনায় দোষীদের গ্রেফতার ও শাস্তি না দিলে গণআন্দোলন শুরু করবেন তাঁরা। তবে এই ঘটনায় কতজন জড়িত রয়েছে তা এখনও পুলিশ স্পষ্টভাবে জেনে উঠতে পারেনি।

English summary
Anothr Nirbhaya incident; Tribal woman gang-raped in Kushmundi area in South Dinajpur of West Bengal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X