For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নিজাম প্যালেসে ফিরহাদ হাকিমকে নিয়ে যেতে বাধা, গাড়ির সামনে শুয়ে পড়লেন তৃণমূল কর্মীরা

নিজাম প্যালেসে ফিরহাদ হাকিমকে নিয়ে যেতে বাধা, গাড়ির সামনে শুয়ে পড়লেন তৃণমূল কর্মীরা

Google Oneindia Bengali News

নারদ কাণ্ডের তদন্তে মন্ত্রী ফিরহাদ হাকিমকে নিজাম প্যালেসে নিয়ে গেল সিবিআই। চেতলায় সিবিআই আধিকারীকদের গাড়ি আটকে বিক্ষোভ দেখাতে থাকেন তৃণমূল কংগ্রেস কর্মীরা। মন্ত্রীকে নিয়ে যাওয়া যাবে না প্রতিবাদ জানিয়ে গাড়ির সামনে শুয়ে পড়েন তাঁরা। শেষে গাড়ি থেকে নেমে মন্ত্রী নিজে তাঁদের সরে যেতে বলেন।

 নিজাম প্যালেসে ফিরহাদ হাকিমকে নিয়ে যেতে বাধা

নারদ কান্ডে গ্রেফতার করা হয়েছে রাজ্যের পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিমকে। আজ সকলে সিবিআই তাঁর বাড়িতে হানা দেয়। বেশ কিছুক্ষণ সেখানে তল্লাশি চালানোর পর ফিরহাদ হাকিমকে গ্রেফতার করে নিজাম প্যালেসে নিয়ে আসার সিদ্ধান্ত নন তদন্তকারী আধিকারীকরা। যদিও সিবিআইয়ের তরফে গ্রফাতারির কথা জানানো হয়নি। তবে মন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন তাঁকে গ্রেফতার করেছে সিবিআই।

মন্ত্রীকে বাড়ি থেকে নিয়ে যাওয়ার সময় প্রবল বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা। তাঁরা রাস্তায় শুয়ে পড়েন মন্ত্রীর গাড়ির সামনে। শেষে পরিস্থিতি সামাল দিতে মন্ত্রী নিজে গাড়ি থেকে নেমে দলীয় কর্মীদের আস্বস্ত করেন। কিন্তু তারপরেও তাঁরা বিক্ষোভ দেখাতে থাকেন। শেষে প্রচুর বাহিনী নিয়ে এসে মন্ত্রীতে নিজাম প্যালেসে নিয়ে যায়।

আগেই নিজাম প্যালেসে নিয়ে যাওয়া হয়েছে শোভন চট্টোপাধ্যায় এবং মদন মিত্রকে। মনে করা হচ্ছে তিন নেতা এবং মন্ত্রীকে মুখোমুখি বসিয়ে জেরা করা হবে। শোভন চট্টোপাধ্যায় বিজেপিতে যোগ দিলেও ভোটের টিকিট না পাওয়ায় ভোটে বিজেপির হয়ে তিনি অংশ নেননি।

English summary
TMC workers oppose Firhad Hakim's arrest by CBI on Narada Scham
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X