For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফের রক্ত ঝড়ল অনুব্রত-র গড়ে! তৃণমূল কর্মী খুন নিয়ে অভিযোগ-পাল্টা দাবি

মঙ্গলবার লাভপুরে যাচ্ছেন বীরভূম তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। সোমবার রাতে সেখানে ফের তৃণমূল কর্মী খুন হন। খুনের পিছনে সিপিএম-এর হাত রয়েছে অভিযোগ করেছেন তিনি।

  • |
Google Oneindia Bengali News

মঙ্গলবার লাভপুরে যাচ্ছেন বীরভূম তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। সোমবার রাতে সেখানে ফের তৃণমূল কর্মী খুন হন। খুনের পিছনে সিপিএম-এর হাত রয়েছে অভিযোগ করেছেন তিনি। সিপিএম-এর তরফে অভিযোগ অস্বীকার করে বলা হয়েছে, তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরেই এই খুনের ঘটনা।

ফের রক্ত ঝড়ল অনুব্রত-র গড়ে! তৃণমূল কর্মী খুন নিয়ে অভিযোগ-পাল্টা দাবি

[আরও পড়ুন:পাখির চোখ বিনিয়োগ! ফের বিদেশ সফরে মুখ্যমন্ত্রী][আরও পড়ুন:পাখির চোখ বিনিয়োগ! ফের বিদেশ সফরে মুখ্যমন্ত্রী]

সোমবার রাতে কীর্ণাহার থেকে লাভপুরের ঠিবা গ্রাম পঞ্চায়েতের কাজিপাড়ার বাড়িতে ফিরছিলেন এলাকার সক্রিয় তৃণমূল কর্মী সাগর শেখ। বাইকে ফিরছিলেন সাগর শেখ। সঙ্গে ছিল মেয়ে রাজিয়া। বলরামপুরে কুয়ে নদীর বাঁধে সাগর শেখের ওপর হামলা চালায় দুষ্কৃতীরা। সূত্রের খবর অনুযায়ী, মেয়েকে ঘটনাস্থলে থেকে দূরে সরিয়ে নিয়ে যাওয়া হয়। পরে সাগর শেখকে লক্ষ্য করে বোমা ছোড়া হয়। গুলিও করা হয় তাঁকে। ঘটনাস্থলেই মারা যায় সাগর শেখ।

[আরও পড়ুন: এলাহাবাদে বন্ধ ঘর থেকে উদ্ধার ৫ টি দেহ! এলাকায় চাঞ্চল্য][আরও পড়ুন: এলাহাবাদে বন্ধ ঘর থেকে উদ্ধার ৫ টি দেহ! এলাকায় চাঞ্চল্য]

খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনা ছড়ায়।

তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের অভিযোগ, সক্রিয় তৃণমূল কর্মী সাগর শেখকে বোমা-গুলিতে খুন করেছে সিপিএম। যদিও সিপিএমের তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে। জেলার সিপিএম নেতা রামচন্দ্র ডোম পাল্টা অভিযোগ করে বলেছেন, তৃণমূলের অন্তর্দ্বন্দ্বে খুন হয়েছে সাগর শেখ।

[আরও পড়ুন:মমতা বন্দ্যোপাধ্যায় মায়ের মতো! এনডিএ শরিকের 'বার্তা'য় নতুন সমীকরণের ইঙ্গিত][আরও পড়ুন:মমতা বন্দ্যোপাধ্যায় মায়ের মতো! এনডিএ শরিকের 'বার্তা'য় নতুন সমীকরণের ইঙ্গিত]

English summary
TMC worker Sagar Sheikh was murdered in Labhpur in Birbhum District
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X