For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপির ৮০ শতাংশ নেতা-নেত্রী তৃণমূলে পা বাড়িয়ে! ভাঙন-জল্পনা উসকে দিলেন কুণাল

বিজেপির ৮০ শতাংশ নেতা-নেত্রী তৃণমূলে পা বাড়িয়ে! ভাঙন-জল্পনা উসকে দিলেন কুণাল

Google Oneindia Bengali News

খোদ বিজেপির সাংসদ বলছেন, দলের অন্দরে রয়েছে অনেক তৃণমূলের চর। আর তার পাল্টা তৃণমূল মুখপাত্র জানিয়ে দিয়েছেন বিজেপিতে টর রাখার কোনও প্রয়োজনই নেই। বিজেপির ৮০ শতাংসই তো তৃণমূলে আসতে চাইছেন। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের এই কথাতেই শুধু বিজেপিতে ভাঙন-জল্পনা বাড়িয়ে দিলেন না, তিনি জেপি নাড্ডার বঙ্গ সফর নিয়েও ভাঙন-জল্পনা উসকে কটাক্ষ করলেন।

তিনমাসও ধরে রাখতে পারবেন তো!

তিনমাসও ধরে রাখতে পারবেন তো!

এ মাসেই দুদিনরে সফরে বাংলায় পা রাখছেন বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা। তাঁর কলকাতায় এসে সাংগঠনিক বৈঠক করার কথা। বৈঠক করার কথা, সেই সব নেতাদের বিরুদ্ধে যাঁরা বিজেপিতে বেসুরো বাজছেন, যাঁরা বিদ্রোহী হয়ে উঠেছেন বিজেপিতে। এ প্রসঙ্গেই তাৎপর্যপূর্ণ কথা বলেথেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তিনি জানিয়েছেন, নাড্ডাজি যাঁদের সঙ্গে বৈঠক করবেন, তাঁদের তিনমাসও ধরে রাখতে পারবেন তো দলে!

প্রকারান্তরে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন কুণাল

প্রকারান্তরে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন কুণাল

জেপি নাড্ডা রাজ্য সফরে এসে সাংগঠনিক বৈঠক করতে চলেছেন, তার আগে কুণাল ঘোষের এই ভাঙনের বার্তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। বিজেপিতে ভাঙনের ইঙ্গিত দিয়ে তিনি প্রকারান্তরে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে। একের পর এক নির্বাচনে হারের পর নেতাদের দলবদল চলছেই। তার মাঝে গেরুয়া শিবিরের এই বৈঠককে কটাক্ষ করেছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ।

বিজেপিতে শুধু আদি-তৎকালদের লড়াই

বিজেপিতে শুধু আদি-তৎকালদের লড়াই

তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, জেপি নাড্ডার সাংগঠনিক বৈঠক গরুর গাড়ির হেডলাইট। তিনি কি জানেন যাঁদের নিয়ে বৈঠক করছেন, তাঁকা তিন মাস পর দলে থাকবেন কি না? বৈঠকে যা আলোচনা হবে, সবই পেয়ে যাব। কেননা বিজেপিতে ৮০ শতাংশ লোক আর থকাতে চাইছে না। তাঁরা সবাই তৃণমূলে ফেরত আসতে চাইছেন। বিজেপিতে আদি, তৎকাল, পরিযায়ীদের লড়াই ছাড়া বিজেপিতে আর কিছুই নেই। বিজেপি আদি-তৎকালদের লড়াই দিয়েই অস্তিত্ব টিকিয়ে রেখেছে।

বিজেপির সাংগঠনিক বৈঠকে নাড্ডা রাজ্যে

বিজেপির সাংগঠনিক বৈঠকে নাড্ডা রাজ্যে

জুন মাসের ৭ ও ৮ তারিখ বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা বাংলা সফরে আসছেন। যদিও তাঁর সফরের চূড়ান্ত সূচি তৈরি হয়নি, তথাপি তিনি কলকাতায় সাংগঠনিক বৈঠক করবেন, তা চূড়ান্ত। রাজ্যে বিজেপির সাংগঠনিক পরিস্থিতি খতিয়ে দেখতেই তিনি আসছেন। দলের অন্দরে যে চোরাস্রোত চলছে, সেই পরিপ্রেক্ষিতে তিনি কী বার্তা দেন, তার দিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

৮০ শতাংশ নেতা-নেত্রীই তৃণমূলে পা বাড়িয়ে

৮০ শতাংশ নেতা-নেত্রীই তৃণমূলে পা বাড়িয়ে

তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ এদিন বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের কথার প্রত্যুত্তরেও বলেন, বিজেপিতে চর রাখার দরকার নেই তৃণমূলের। বিজেপি সাংসদ ও বিধায়ক-সহ ৮০ শতাংশ নেতা-নেত্রী এখন তৃণমূলে আসতে চাইছেন। তাঁরাই বিজেপির বিরুদ্ধে কথা বলছেন। এই কথায় তিনি জল্পনা বাড়িয়ে দিয়েছেন রাজ্য রাজনীতিতে। উল্লেখ্য, জগন্নাথ সরকার বলেছিলেন, যাঁরা এসব করছে, তাঁরা আসলে তৃণমূলের চর। বিজেপিতে থেকে ওঁরা এই কাজ করে চলেছেন। বিজেপিকে বিপাকে ফেলার চেষ্টা করছেন।

বিজেপিতে বাড়ছে তৃণমূলের চর! সাংসদের চাঞ্চল্যকর অভিযোগকে ঘিরে জল্পনা তুঙ্গেবিজেপিতে বাড়ছে তৃণমূলের চর! সাংসদের চাঞ্চল্যকর অভিযোগকে ঘিরে জল্পনা তুঙ্গে

English summary
TMC spoke person Kunal Ghosh increases broken-speculation of BJP before J P Nadda’s meeting
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X