For Quick Alerts
For Daily Alerts
বিজেপির মহিলা কর্মীকে পুলিশের সামনেই লাথি! দেখুন, তৃণমূল নেতার দাদাগিরির ভিডিও
বনধ তুলতে পুলিশের থেকে তৃণমূল নেতা-কর্মীদের সক্রিয় থাকতে দেখা গিয়েছে অনেক জায়গাতেই। শিলিগুড়িতে পুলিশের সামনেই বিজেপি কর্মীদের মেরে তাড়িয়ে দেন তৃণমূল নেতা রঞ্জন শীলশর্মা। আর বারাসতে বিজেপির মহিলা কর্মীকে লাথি দিয়ে রেলগেটে ফেলে দেন আরশাদুজ্জামান নামে স্থানীয় তৃণমূল নেতা ।

বারাসতের পীরগাছা। রেলগেটে অবরোধে সামিল হয়েছিলেন সেখানকার বিজেপির কর্মী-সমর্থকরা। খবর পেয়ে সেখানেই হাজির হয়ে যান তৃণমূল নেতা আরশাদুজ্জামান। প্রথমে বিজেপি কর্মী-সমর্থকদের হুমকি দেন তিনি। পরে কাজ না হওয়ায় তেড়ে যান। পতাকা হাতে এক বিজেপি কর্মী যখন সরে যাচ্ছিলেন, তখন তার পিছনে গিয়ে লাথি মারেন ওই তৃণমূল নেতা।
বিজেপির অভিযোগ, বনধ ব্যর্থ করতে এই ধরনের গুণ্ডাদের কাজে লাগিয়েছিল তৃণমূল।