For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নন্দীগ্রাম মেগা ডুয়েলের আগের দিন মমতা শিবিরের প্রাক্তন সৈনিক দিলেন বিজেপিতে যোগ, চড়ছে পারদ

নন্দীগ্রাম মেগা ডুয়েলের আগের দিন মমতা শিবিরের প্রাক্তন সৈনিক দিলেন বিজেপিতে যোগ, চড়ছে পারদ

  • |
Google Oneindia Bengali News

মমতা বন্দ্যোপাধ্যায় গতকালই নন্দীগ্রামের সভায় ভোট প্রচারে জানান দিয়েছিলেন, তাঁর দলে যোগ দেওয়ার জন্য অনেকেই তাকিয়ে আছেন। এমন '১৫ টি কেস' এর কথা মমতা প্রসঙ্গক্রমে নিজের বক্তব্যে তুলে ধরেন। এদিকে, সেই ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে মমচার দলের প্রাক্তন বিধায়ক যোগ দিলেন বিজেপিতে।

 বিজেপিতে যোগ প্রাক্তন তৃণমূল বিধায়কের

বিজেপিতে যোগ প্রাক্তন তৃণমূল বিধায়কের

চলতি মাসেই তিনি তৃণমূল ছাড়ার কথা ঘোষণা করেছিলেন। আর তার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের মেগা ডুয়েলের ঠিক আগের দিন বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক দীনেশ বাজাজ। এদিন তিনি বিজেপির হেস্টিংস অফিসে কৈলাস বিজয়বর্গীয়র উপস্থিতিতে বিজেপিতে যোগ দেন।

'২০ বছর দিদির সঙ্গে ছিলাম'

'২০ বছর দিদির সঙ্গে ছিলাম'

২০০১ থেকে প্রায় ২০ বছর দিদির সঙ্গে ছিলেন বলে জানিয়েছেন দীনেশ বাজাজ। তিনি জানান রাজনীতি তাঁর পেশা নয়, বা পদের জন্য তাঁর দৌড় নয়। দীনেশ বাজারের দাবি, গোটা বিষয়টি হাতের বাইরে চলে গিয়েছে মমতার। বিজেপিতে যোগ দিয়েই দীনেশ বাজাজ জানান, শুভেন্দুবাবু নন্দীগ্রাম ছেড়ে আসেননি, কিন্তু দিদিকে ভবানীপুর ছাড়তে হল। দীনেশ বাজাজ জানান, হিন্দিভাষী মানুষদের প্রতি দ্বিচারিতা দেখেই তিনি তৃণমূল ছেড়েছেন।

দীনেশ ও তৃণমূল

দীনেশ ও তৃণমূল

প্রসঙ্গত, বাজাজ পরিবার বহুদিন ধরেই তৃণমূলের ঘনিষ্ঠ বলে জানা যায়। দীনেশ বাজাজের বাবা সত্যনারায়ণ বাজাজকে মমতা ২০০১ সালে জোড়াসাঁকো কেন্দ্রে প্রার্থী করেন। এই আসনে ২০০৬ সালে দীনেশ টিকিট পান। জিতেও যান তিনি। কিন্তু পরবর্তীকালে ২০১১ সালে দীনেশ বাজাজকে মমতা আর টিকিট দেননি। তারপর ২০২১ ভোটের মধ্যেই বিজেপিতে যোগ দিলেন দীনেশ বাজাজ।

 তৃণমূলে ভাঙন অব্যাহত

তৃণমূলে ভাঙন অব্যাহত

একদিকে কলকাতায় যেমন তৃণমূলে ভাঙন দেখা যাচ্ছে, তেমনই শিলিগুড়িতেও এদিন তৃণমূলে ভাঙন দেখা গিয়েছে। এদিকে ব্যারাকপুরে অর্জুন সিংয়ের হাত ধরে বিজেপিতে যোগ দিলেন ব্যারাকপুর পুরসভার বিদায়ী কাউন্সিলার ও তাঁর স্বামী। এঁদের সঙ্গেই শতাধিক তৃণমূল কর্মী বিজেপিতে যোগ দেন।

দ্বিতীয় দফার নির্বাচনের আগের দিন ধাক্কা তৃণমূলে, প্রাক্তন ডেপুটি মেয়র, বিধায়ক-সহ একঝাঁক নেতার যোগদান বিজেপিদ্বিতীয় দফার নির্বাচনের আগের দিন ধাক্কা তৃণমূলে, প্রাক্তন ডেপুটি মেয়র, বিধায়ক-সহ একঝাঁক নেতার যোগদান বিজেপি

English summary
TMC's Former MLA Dinesh Bajaj joins BJP before West Bengal second phase polling
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X