For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপি-র ত্রিপুরা জয়কে 'খাটো' করল তৃণমূল! ছড়া কেটে মোদীর দলকে আক্রমণ

ত্রিপুরার ফল নিয়ে দলীয় উদ্বেগ কাটাতে ওই রাজ্যকে হাওড়ার থেকেই ছোট রাজ্য বলে বর্ণনা করলেন তৃণমূলের মুখপত্র ডেরেক ও'ব্রায়েন। ছড়া কেটে তাঁর প্রতিক্রিয়া আগে ২০১৯ সামলা, তারপর ভাবিস বাংলা।

  • |
Google Oneindia Bengali News

ত্রিপুরার ফল নিয়ে দলীয় উদ্বেগ কাটাতে ওই রাজ্যকে হাওড়ার থেকেই ছোট রাজ্য বলে বর্ণনা করলেন তৃণমূলের মুখপত্র ডেরেক ও'ব্রায়েন। সামনের পঞ্চায়েত নির্বাচন নয়, ছড়া কেটে তাঁর প্রতিক্রিয়া আগে ২০১৯ সামলা, তারপর ভাবিস বাংলা।

বিজেপি-র ত্রিপুরা জয়কে 'খাটো' করল তৃণমূল! ছড়া কেটে মোদীর দলকে আক্রমণ

বিজেপিকে চ্যালেঞ্জ জানিয়ে তৃণমূল মুখপত্র ডেরেক ও'ব্রায়েন বলেন, ২০১৮ই শেষ বছর। ২০১৯-এ নরেন্দ্র মোদী স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে ভাষণ দিতে পারবেন না। সামনেই রাজস্থান, মধ্যপ্রদেশে নির্বাচন আছে। সেখানে কড়া প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হবে তাদের। ডেরেক ও'ব্রায়েনের প্রতিক্রিয়া, ত্রিপুরায় মাত্র দুটি লোকসভার আসন। যা হাওড়া জেলার থেকেও ছোট। শুধু ত্রিপুরা দিয়ে নয়, বাকি রাজ্যগুলোও আগে সামলাক বিজেপি। এরপরেই ছড়া কাটেন তিনি।

বিজেপি-র ত্রিপুরা জয়কে 'খাটো' করল তৃণমূল! ছড়া কেটে মোদীর দলকে আক্রমণ

ত্রিপুরায় ভোটের পর বুথ ফেরত সমীক্ষাতেই সিপিএম-এর ক্ষমতা হারানোর ইঙ্গিত মিলেছিল। মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় সুজন চক্রবর্তীদের বলেছিলেন, ত্রিপুরায় সিপিএমকেই ক্ষমতায় দেখতে চান তিনি। বিষয়টি নিয়ে কড়া প্রতিক্রিয়া জানায় বিজেপি। রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, ত্রিপুরা গেল, বাংলা বলে যাই যাই, ভয় পেয়েছেন দিদিভাই।

English summary
TMC's Derek O'Brien challenges BJP on upcoming election in different states
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X