For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শুয়োর মারা করব! নাম না করে ভারতী ঘোষকে জবাব দিলেন অনুব্রত মন্ডল

দলীয় প্রার্থীর নির্বাচনী প্রচারে গিয়ে নাম না করে ভারতী ঘোষকে আক্রমণ করলেন অনুব্রত মণ্ডল।

Google Oneindia Bengali News

দলীয় প্রার্থীর নির্বাচনী প্রচারে গিয়ে নাম না করে ঘাটালের বিজেপি প্রার্থী ভারতী ঘোষকে আক্রমণ করলেন অনুব্রত মণ্ডল। গড়বেতায় ঝাড়গ্রামের তৃণমূল প্রার্থী বীরবাহা সোরেনের প্রচারে গিয়ে অনুব্রত বলেন, মেদিনীপুরের মানুষ হাত গুটিয়ে বসে থাকবে। শুয়োর মারা করব। দলীয় কর্মীদের উদ্দেশে বলেন, উর্বর জমি চাষ করতে গেলে যা যা দরকার তাই করবেন।

কেশপুরে ভারতীর আক্রমণ

কেশপুরে ভারতীর আক্রমণ

২ মে কেশপুরে তৃণমূল ও বিজেপির সংঘর্ষে বেশ কয়েকজন বিজেপি কর্মী আহত হয়েছিলেন। শুক্রবার তাঁদের দেখতে যান ভারতী ঘোষ। সেই সময় রাস্তার পাশে
কয়েকজন তৃণমূলকর্মীর দিকে চোখ পড়ে ভারতীর। হুমকি দিয়ে তাঁকে বলতে শোনা যায়, ভয় দেখাবি না। ঘর থেকে টেনে বের করে কুকুরের মতো মারব। উত্তরপ্রদেশ
থেকে এক হাজার ছেলে এনে ঢুকিয়ে দেব। কিছু করতে পারবি না। এই বক্তব্য নিয়ে বিতর্ক ছড়ায়। নির্বাচন কমিশনের কাছে জমা পড়ে ভারতী ঘোষের ওই ভিডিও।

গড়বেতায় জবাব অনুব্রত-র

গড়বেতায় জবাব অনুব্রত-র

নাম না করে অনুব্রত মণ্ডল বলেন, ইউপি থেকে লোক আনবে, কুকুরের মতো মারবে। আর মেদিনীপুরের মানুষ হাত গুটিয়ে বসে থাকবে। শুয়োর মারা করব।

আক্রমণ নরেন্দ্র মোদীকে

আক্রমণ নরেন্দ্র মোদীকে

দলীয় সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করেন অনুব্রত মণ্ডল। তিনি বলেন, চোখ দেখালে, পাতা নামিয়ে দেব। জীবনে কোনও দিন ভয় পাইনি। এখনও পাই না বলেও মন্তব্য করেন তিনি।

ফের নকুলদানা আর জমি চাষের কথা

ফের নকুলদানা আর জমি চাষের কথা

বীরভূমের কর্মীদের মধ্যেই নকুলদানা আর উর্বর জমি চাষের পরামর্শ সীমাবদ্ধ থাকল না। পশ্চিম মেদিনীপুরে প্রচারে গিয়ে দলীয় কর্মীদের নকুলদানা বিলির আহ্বান জানালেন
বীরভূম তৃণমূল জেলা সভাপতি। একইসঙ্গে তিনি বলেন, উর্বর জমি চাষ করতে গেলে যা যা দরকার তাই করবেন। একইসঙ্গে তিনি বলেন, কেন্দ্রীয় বাহিনী অন্যায় করলে ছাড়বেন না।

English summary
TMC's Anubrata Mondal targets BJP candidate Bharati Ghosh from his Garbeta meeting. PreviouslyBharati Ghosh attacked TMC workers. Anubrata Mondal answers this.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X