For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তৃণমূলে রদবদল হয়েই চলেছে! এবার শ্রমিক সংগঠনে নতুন মুখ, একনজরে পূর্ণাঙ্গ তালিকা

তৃণমূলে রদবদল হয়েই চলেছে! এবার শ্রমিক সংগঠনে নতুন মুখ, একনজরে পূর্ণাঙ্গ তালিকা

  • |
Google Oneindia Bengali News

পঞ্চায়েত নির্বাচনের আগে দলের ভাবমূর্তি উজ্জ্বল করতে চাইছে তৃণমূল। তাই জেলায় জেলায় নেতৃত্ব বদল করে তৃণমূল স্বচ্ছতার বার্তা দিতে চাইছে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক দফায় দফায় বিভিন্ন জেলা সংগঠনের সঙ্গে বৈঠকে বসছেন। পঞ্চায়েত নির্বাচনের রণকৌশল ঠিক করার পাশাপাশি তিনি প্রতি জেলায় দলে স্বচ্ছতা আনার বার্তা দিচ্ছেন।

তৃণমূলের শ্রমিক সংগঠনে নতুন মুখ

তৃণমূলের শ্রমিক সংগঠনে নতুন মুখ

মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি মূল সংগঠনের জেলা নেতৃত্ব বদল করেছেন। শাখা সংগঠনেও রদবদগল শুরু করেছিলেন। তারপর ব্লক সংগঠন ঢেলে সাজানোর কাজ চলছিল। এরই মধ্যে তৃণমূলের শ্রমিক সংগঠনে নতুন মুখ আনা হল। জেলা নেতৃত্বে আনা হল বদল। বুধবার পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেছে তৃণমূল। সেই তালিকায় বহু ক্ষেত্রেই এসেছে নতুন মুখ।

উত্তরবঙ্গের জেলাগুলিতে কারা দায়িত্বে

উত্তরবঙ্গের জেলাগুলিতে কারা দায়িত্বে

রাজ্য আইএনটিটিইউসির তরফে জেলার সভাপতিদের বেছে নেওয়া হয়েছে। আলিপুরদুয়ার সাংগঠনিক জেলায় সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে বিনোদ মিঞ্জকে। কোচবিহারে পরিমল বর্মন, জলপাইগুড়িতে রাজেশ লাকড়া, দার্জিলিং পাহাড়ে দীপক প্রধান, দার্জিলিং সমতলে নির্জল দে, উত্তর দিনাজপুরে শেখর দাস, দক্ষিণ দিনাজপুরে নামিজুর রহমান, মালদহে শুভদীপ স্যান্যালকে মনোনীত করা হয় শ্রমিক সংগঠনের সভাপতি হিসেবে।

মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম ও বর্ধমানে কারা

মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম ও বর্ধমানে কারা

মুর্শিদাবাদের জঙ্গিপুর সাংগঠনিক জেলার তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি হন আমিরুল ইসলাম, বহরমপুরে পার্থপ্রতিম সরকার, নদিয়ার কৃষ্ণনগরে শশাঙ্কশেখর ঘোষ, রানাঘাটে সনৎ চক্রবর্তীকে সভাপতি করা হয়েছে। বীরভূম জেলার সভাপতি করা হয়েছে ত্রিদীপ ভট্টাচার্যকে। পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমানে সভাপতি করা হয়েছে যথাক্রমে সৈয়দ মহম্মদ ও অভিজিৎ ঘটককে।

কলকাতা ও দুই ২৪ পরগনায় যাঁরা দায়িত্বে

কলকাতা ও দুই ২৪ পরগনায় যাঁরা দায়িত্বে

উত্তর ২৪ পরগনার দমদম এবং ব্যারাকপুর সাংগঠনিক জেলায় সভাপতি করা হয়েছে সোমনাথ শ্যামকে। বারাসতে তাপস দাশগুপ্ত, বসিরহাটে কৌশিক দত্ত, বনগাঁয় নারায়ণ ঘোষকে সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গের ডায়মন্ড হারবার ও যাদবপুরে শক্তিপদ মণ্ডল, সুন্দরবন জেলায় পরেশরাম দাসকে সভাপতি করা হয়েছে। উত্তর কলকাতা ও দক্ষিণ কলকাতা সাংগঠনিক জেলায় সভাপতি করা হয়েছে যথাক্রমে স্বপন সমাদ্দার ও অভিজিৎ মুখোপাধ্যায়কে।

জঙ্গলমহলের জেলা থেকে হাওড়া-হুগলিতে কারা

জঙ্গলমহলের জেলা থেকে হাওড়া-হুগলিতে কারা

বাঁকুড়া সাংগঠনিক জেলায় সভাপতির দায়িত্ব পেয়েছেন রথীন বন্দ্যোপাধ্যায়কে, বিষ্ণুপুরে সভাপতি হয়েছে সোমনাথ মুখোপাধ্যায়। পুরুলিয়ার দায়িত্বে এসেছেন উজ্জ্বল কুমার, ঝাড়গ্রামে মহাশিস মাহাতো, ঘাটালে সুশান্ত মণ্ডল, মেদিনীপুরে গোপাল খাটুয়াকে দায়িত্ব দেওয়া হয়েছে। পূর্ব মেদিনীপুরের কাঁথি দায়িত্ব পেয়েছেন বিকাস বেজ এবং তমলুকের দায়িত্ব শিবনাথ সরকার। এছাড়া হাওড়া শহর সাংগঠনিক জেলায় শ্রমিক সংগঠনের দায়িত্বে প্রাণকৃষ্ণ মজুমদার, হাওড়া গ্রামিণে অরূপেশ ভট্টাচার্য এবং হুগলির শ্রীরামপুরে মনোজ চক্রবর্তী এবং আরামবাগে উত্তম কুণ্ডু দায়িত্ব পান।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফর্মুলা মেনে দায়িত্ব বণ্টন

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফর্মুলা মেনে দায়িত্ব বণ্টন

অভিষেক বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছিলেন, দলে স্বচ্ছতা বজায় রাখতে হবে। কোনওরকম দুর্নীতি ও তোলাবাজি করা যাবে না। সেইমতো দুর্নীতি থেকে দূরে থাকতে হবে, তবেই দায়িত্বে থাকবেন। দুর্নীতির প্রশ্নে কারও বিরুদ্ধে বিন্দুবিসর্গ অভিযোগ পেলেই দল কড়া ব্যবস্থা নেবে। এই নীতি মেনেই নেতৃত্বে রদবদলের পরিকল্পনা হয়েছে।

বিদ্রোহী Ex মুখ্যমন্ত্রী ও বাজপেয়ী জমানার মন্ত্রী! বিজেপি সরকারের নিন্দা, বিলকিস মামলায় দোষীদের ফাঁসির দাবিবিদ্রোহী Ex মুখ্যমন্ত্রী ও বাজপেয়ী জমানার মন্ত্রী! বিজেপি সরকারের নিন্দা, বিলকিস মামলায় দোষীদের ফাঁসির দাবি

English summary
TMC reshuffles their trade union in every districts of West Bengal before Panchayat Election
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X