For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মুখ্যমন্ত্রীর 'হুঁশিয়ারি'র পর পার্টিলাইনের তোয়াক্কা না করে গর্জে উঠলেন কাকলিপুত্র চিকিৎসক বৈদ্যনাথ

  • |
Google Oneindia Bengali News

বৃহস্পতিবার দুপুর ২ টোর মধ্যে সমস্ত চিকিৎসকদের কাজে যোগ দিতে হবে। আর সেদিনই ৪ টের মধ্যে সমস্ত পরিস্থিতি স্বাভাবিক করতে হবে। এই নির্দেশ এসেছিল স্বয়ং রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে। তবে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ার সত্ত্বেও কোনও কাজের কাজ হয়নি। বরং পরিস্থিতি পুরোটাই পাল্টে যেতে থাকে। কাজে যোগ না দিলে হস্টেল খালি করার যে নির্দেশ মুখ্যমন্ত্রী দিয়েছিলেন তাতে গর্জে ওঠেন মন্ত্রী ফিরহাদ হাকিমের চিকিৎসক কন্যা, এনআরএস-এ চিকিৎসকদের মিছিলে দেখা যায় স্বয়ং মুখ্যমন্ত্রীর ভাইপো চিকিৎসক আবেশকে। আর এবার তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের ছেলে বৈদ্যনাথ নামলেন প্রতিবাদের মঞ্চে।

মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর পার্টিলাইনের তোয়াক্কা না করে গর্জে উঠলেন কাকলিপুত্র চিকিৎসক বৈদ্যনাথ

রাজ্যজুড়ে চিকিৎসকদের প্রতিবাদে এবার শামিল গোটা দেশের চিকিৎসক থেকে আন্তর্জাতিক মহল। আর সেই সমবেত প্রতিবাদের কণ্ঠে গলা মিলিয়েছেন রাজ্যের তৃণমূল সাংসদ ককালি ঘোষ দস্তিদারের পুত্র চিকিৎসক বৈদ্যনাথ ঘোষ দস্তিদার। পার্টিলাইন কার্যত না মেনেই গর্জে উঠেছেন তিনি। এক ফেসবুক পোস্ট-এ তিনি গোটা ঘটনার নিন্দা করে, তৃণমূলের অবস্থানের বিরোধিতা করেন। পাশাপাশি বর্ধমান মেডিক্যাল কলেজে যা ঘটেছে তার নিন্দা করে তিনি লেখেন 'মস্তানি আমরাও জানি।'

মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর পার্টিলাইনের তোয়াক্কা না করে গর্জে উঠলেন কাকলিপুত্র ডাক্তার বৈদ্যনাথ

মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর পার্টিলাইনের তোয়াক্কা না করে গর্জে উঠলেন কাকলিপুত্র ডাক্তার বৈদ্যনাথ

যদিও পরবর্তীকালে এই পোস্ট ফেসবুকে 'আনঅ্যাভেইলেবল' দেখাতে থাকে।


স্পষ্টভাবে বৈদ্যনাথ জানিয়েছেন, তিনি নিজে তৃণমূলের কট্টর সমর্থক । তবে যেভাবে বিষয়টি নিয়ে মন্তব্য় উঠে আসছে ঘাসফুল শিবির থেকে , তা নিয়ে তিনি লজ্জিত বলে জানিয়ে দেন বৈদ্যনাথ। পার্টির মন্তব্যের জেরে তিনি ক্ষমাও চেয়েছেন পোস্টটিতে। পাশাপাশি, বৈদ্যনাথ জানিয়ে দেন গোটা বিষয়টিতে তিনি চিকিৎসকদের পাশে রয়েছেন ও তঁর লড়াইও জারি থাকবে।

English summary
TMC MP Kakali Ghosh Dastidar's Son Baidyanath protests WB CM over NRS issue.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X