For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দিদিকে বলো কর্মসূচিতে বেরিয়ে মুগুর হাতে বিক্ষুব্ধদের তাড়া খেলেন ঘাটালের তৃণমূল বিধায়ক

দিদিকে বলো কর্মসূচিতে বেরিয়ে বিক্ষোভের মুখে পড়লেন ঘাটালের তৃণমূল বিধায়ক। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে। অভিযোগ পেয়ে দুজনকে আটক করে পুলিশ।

  • |
Google Oneindia Bengali News

দিদিকে বলো কর্মসূচিতে বেরিয়ে বিক্ষোভের মুখে পড়লেন ঘাটালের তৃণমূল বিধায়ক। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে। অভিযোগ পেয়ে দুজনকে আটক করে পুলিশ। এরা সক্রিয় বিজেপি কর্মী বলে জানা গিয়েছে। যদিও এলাকার বিজেপি নেতৃত্ব এই ঘটনার সঙ্গে নিজেদের যোগসাজশের কথা উড়িয়ে দিয়েছে।

দিদিকে বলো কর্মসূচিতে বেরিয়ে বিক্ষোভের মুখে বিধায়ক

জানা গিয়েছে ঘাটালের সুলতানপুরে স্থানীয় বিধায়ক শঙ্কর দলুই শুক্রবার দিদিকে বলো কর্মসূচি করতে এলাকায় গিয়েছিলেন। এলাকার মানুষের সঙ্গে জনসংযোগে ছিল তাঁর মূল লক্ষ্য। এবিষয়ে সময়ই তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে স্থানীয়রা। তৃণমূলের অভিযোগ, এরা সকলেই সক্রিয় বিজেপি কর্মী। হাতে মুগুর নিয়ে বিক্ষোভ দেখানো হয় বলে জানা গিয়েছে।

এই ঘটনার পরে পুলিশে খবর দেওয়া হলে এসডিপিও-র নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে। অভিযোগের ভিত্তিতে দুজন বিজেপি কর্মীকে আটক করা হয়। তারপর বিজেপি কর্মীরা পথ অবরোধ করলে স্থানীয় এলাকা বেশ উত্তপ্ত হয়ে ওঠে।

বিধায়কের অভিযোগ, তারা সফল ভাবে কর্মসূচি পালন করছিলেন। সেসময় অশান্তি বাঁধানোর লক্ষ্যে বিজেপির লোকজন এসেছিল। যদিও স্থানীয় বিজেপি নেতা অরূপ দাসের পাল্টা অভিযোগ, এলাকায় বিধায়ককে দেখা যায় না। কোনও উন্নয়ন হয়নি। আর সে কথা বলতেই স্থানীয় মানুষজন বিধায়ককে ধরেছিলেন। এখন বিধায়ক নিজের দোষ ঢাকতে ঘুরিয়ে বিজেপির ঘাড়ে দোষ চাপাতে চাইছেন।

English summary
TMC MLA faces local voters anger in Ghatal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X