For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপি কর্মী-সমর্থকদের ঘরে ফিরিয়ে মাস্টারস্ট্রোক তৃণমূল বিধায়কের, শাসকের নজির

ঘরছাড়া বিজেপি কর্মীদের পাশে দাঁড়ালেন তৃণমূল বিধায়ক অরুণাভ সেন। নিজে উদ্যোগ নিয়ে বিজেপির ৫০টি পরিবারকে ঘরে ফেরালেন তিনি।

Google Oneindia Bengali News

ঘরছাড়া বিজেপি কর্মীদের পাশে দাঁড়ালেন তৃণমূল বিধায়ক অরুণাভ সেন। নিজে উদ্যোগ নিয়ে বিজেপির ৫০টি পরিবারকে ঘরে ফেরালেন তিনি। হাওড়ার বাগনানের বীরকুলের ঘরছাড়া বিজেপি কর্মী-সমর্থকদের হাতে ত্রিপল ও কম্বল তুলে দেন বিধায়ক স্বয়ং। তাঁদের হাতে আর্থিক সাহায্যও তুলে দেন বিধায়ক।

বিজেপি কর্মী-সমর্থকদের ঘরে ফিরিয়ে মাস্টারস্ট্রোক তৃণমূল বিধায়কের, শাসকের নজির

পঞ্চায়েত ভোটের দিন থেকেই বীরকুলের বিজেপি সমর্থিত ৫০টি পরিবারের সদস্য ঘরছাড়া ছিলেন। ভোটের দিনে দুদলের সংঘর্ষে ঘরবাড়ি-দোকান ভাঙচুর হয়। বাড়িতে আগুন লাগারও অভিযোগ ওঠে। প্রথমে বিজেপির বিরুদ্ধে অভিযোগ ওঠে ভাঙচুরের। তারপর পাল্টা তৃণমূলের লোকজন বিজেপি সমর্থকদের বাড়িতে চড়াও হয়। তারই জেরে ঘরছাড়া ছিলেন বিজেপি সমর্থকরা।

[আরও পড়ুন: মমতা যত বেশি সভা করবেন তত লাভ বিজেপির, খোদ দিলীপের মুখেই এখন এ কথা][আরও পড়ুন: মমতা যত বেশি সভা করবেন তত লাভ বিজেপির, খোদ দিলীপের মুখেই এখন এ কথা]

এদিন বিধায়ক অরুণাভ সেন বিজেপি সমর্থকদের ঘরে ফেরাতে ব্যবস্থা নেন। সাহায্য তুলে দেওয়ার পাশাপাশি এলাকায় শান্তিশৃঙ্খলা বজার রাখার আহ্বান জানান তিনি। তিনি বলেন, নিজের নিজের মতাদর্শ থাকতে পারে, তার জন্য এলাকায় অশান্তি ছড়ানো যাবে না। দু-পক্ষকে মিলেমিশে থাকতে হবে।

[আরও পড়ুন:'তিলোত্তমা'র শহিদ মিনারে ফাটল! দ্রুত পুরনো রূপ ফেরানোর উদ্যোগ ঐতিহাসিক সৌধের][আরও পড়ুন:'তিলোত্তমা'র শহিদ মিনারে ফাটল! দ্রুত পুরনো রূপ ফেরানোর উদ্যোগ ঐতিহাসিক সৌধের]

এলাকার মানুষের কাছে বিধায়কের আবেদন, ভবিষ্যতে কোনওরকম অপ্রীতিকর ঘটনা ঘটানো যাবে না। বিধায়কের এই উদ্যোগকে সাধুবাদ দেন বিজেপি নেতারা। এতদিন পর ঘরে ফিরতে পেরে খুশি ঘরছাড়ারাও। এদিন বিরোধী বিজেপিকে ঘরে ফিরিয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন তৃণমূল কংগ্রেস বিধায়ক।

English summary
TMC MLA Arunava Sen gives masterstroke to return home to BJP’s 50 family. He gives all kind of assistance to them
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X