For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভাঙনে বিপাকে তৃণমূল, পঞ্চায়েত নির্বাচনের মুখে ‘ঘরে’ ফিরলেন শতাধিক নেতা-কর্মী

পঞ্চায়েত ভোট প্রায় জিতে গিয়েছে তৃণমূল কংগ্রেস। ভোটের আগেই এক তৃতীয়াংশ আসন চলে এসেছে ঝুলিতে। ভোট মিটলে হয়তো বাকিটাও চলে আসবে!

Google Oneindia Bengali News

পঞ্চায়েত ভোট প্রায় জিতে গিয়েছে তৃণমূল কংগ্রেস। ভোটের আগেই এক তৃতীয়াংশ আসন চলে এসেছে ঝুলিতে। ভোট মিটলে হয়তো বাকিটাও চলে আসবে! এরই মধ্যে কিন্তু তৃণমূলের জন্য খারাপ খবর চলে এল। অধীর চৌধুরীর দুর্গ মুর্শিদাবাদ বা মৌসম বেনজির নুরের মালদহ নয়, খারাপ খবর বয়ে আনল আলিপুরদুয়ার। আলিপুরদুয়ারের তৃণমূলের ঘর ভাঙল।

ভাঙনে বিপাকে তৃণমূল, পঞ্চায়েত নির্বাচনের মুখে ‘ঘরে’ ফিরলেন শতাধিক নেতা-কর্মী

[আরও পড়ুন: পঞ্চায়েত নির্বাচন ঘিরে অশান্তি চলছেই! মৃত্যু শাসকদলের প্রার্থীর][আরও পড়ুন: পঞ্চায়েত নির্বাচন ঘিরে অশান্তি চলছেই! মৃত্যু শাসকদলের প্রার্থীর]

তৃণমূল নেতা অনির্বাণ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে শতাধিক তৃণমূল নেতা-কর্মী যোগ দিলেন কংগ্রেসে। আলিপুরদুয়ারে জেলার কংগ্রেস সভাপতি বিশ্বরঞ্জন সরকার তাঁদের হাতে জাতীয় কংগ্রেসের পতাকা তুলে দেন। কংগ্রেসে যোগ দিয়ে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন অনির্বাণ বন্দ্যোপাধ্যায়। তিনি জানান কেন তৃণমূল ছেড়ে ফের ঘরে ফিরলেন তাঁরা।

মুর্শিদাবাদের মতো গড়ে যখন অধীর শিবির ছেড়ে বিধায়করা নাম লেখাচ্ছেন তৃণমূল শিবিরে, তখন আলিপুরদুয়ারের মতো জেলায় এই তৃণমূলে ভাঙন তাৎপর্যপূর্ণ। শাসকদলেও যে অনেকে সুখে-শান্তিতে নেই, তাঁদের মধ্যে যে কোন্দল চলছে, তার ফলে তৃণমূলে ভাঙন দেখা দিচ্ছে। আসন্ন পঞ্চায়েত ভোটের আগে এই দলবদলে তৃণমূল শিবির বেশ চিন্তিত।

একইভাবে অনির্বাণ বন্দ্যোপাধ্যায়ের মতো সক্রিয় কর্মীকে পেয়ে বেজায় খুশি কংগ্রেস শিবির। এমনিতেই কংগ্রেস ক্ষয়িষ্ণু শক্তি, যেটুকু শক্তি তাঁদের রয়েছে, তা উত্তরবঙ্গে। উত্তরবঙ্গে তৃণমূলে ভাঙন ধরিয়ে নিজেদের ঘর শক্তি করতে পারা তাই যথেষ্ট আশাব্যাঞ্জক। এদিন কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়, এবার তৃণমূলে ভাঙন ধরতে শুরু করেছে। এবার অনেকেই তৃণমূল ছেড়ে ঘরে ফিরবেন। অনেক নেতাই যোগাযোগ রাখছেন তাঁদের সঙ্গে।

[আরও পড়ুন:বই হারিয়ে ফেলার জের! গৃহ শিক্ষিকার এমন নিগ্রহ আপনাকেও ভাবিত করবে][আরও পড়ুন:বই হারিয়ে ফেলার জের! গৃহ শিক্ষিকার এমন নিগ্রহ আপনাকেও ভাবিত করবে]

English summary
TMC leader with over hundred workers join in Congress in Alipurduar. Trinamool Congress is broken before Panchayat Election,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X