For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‘এবার মুকুল, তোমায় খাব’! জঙ্গলমহলে তৃণমূলের পাল্টা সভায় তীব্র কটাক্ষ মদনের

মুকুল রায়কে পাল্টা দিতে এবার মদন মিত্রের মতো নেতাকে আসরে নামাল তৃণমূল কংগ্রেস। জঙ্গলমহলে মুকুলের পাল্টা হিসেবে তৃণমূলের হয়ে সভা করবেন মদন মিত্র।

  • |
Google Oneindia Bengali News

মুকুল রায়কে পাল্টা দিতে এবার মদন মিত্রের মতো নেতাকে আসরে নামাল তৃণমূল কংগ্রেস। জঙ্গলমহলে মুকুলের পাল্টা হিসেবে তৃণমূলের হয়ে সভা করবেন মদন মিত্র। সঙ্গে থাকবেন অন্য নেতারাও। আপাতত এই নয়া কৌশল নিয়েছে তৃণমূল কংগ্রেস। আর এই পরিকল্পনার অঙ্গ হিসেবে প্রথম সভাতেই মুকুল রায়কে চাঁছাছোলা ভাষায় আক্রমণ করেছেন মদন মিত্র।

‘এবার মুকুল, তোমায় খাব’! জঙ্গলমহলে তৃণমূলের পাল্টা সভায় তীব্র কটাক্ষ মদনের

গত ২৪ জুন বাঁকুড়ায় সভা করে গিয়েছিলেন মুকুল। তার পাল্টা হিসেবে ২৬ জুন অর্থাৎ মঙ্গলবার সভা করল তৃণমূল। সেই সভায় মদন মিত্র মুকুল রায়ের উদ্দেশ্য বলেন, 'এবার তোমায় খাব। তুমি হয়তো বলবে আবার ভিতরে যাও, কিন্তু যত ভিতরে পাঠাবে, তুমি তত ভিতরে ঢুকবে।'

এদিন বিজেপির ধর্মীয় বিভাজন নিয়েও আক্রমণ করেন মদন মিত্র। তিনি বলেন, 'রাম নামের দুর্নাম করছে ওরা। রামচন্দ্র স্বেচ্ছায় সিংহাসন ছেড়ে দিয়েছিলেন। আর বিজেপি সিংহাসেন বসার জন্য রাম নামের দুর্নাম করছে। রামের নামে ধর্মীয় বিভাজন চলতে পারে না বাংলায়। তাই বাংলার মানুষকে বিজেপির ভন্ডামি বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।'

[আরও পড়ুন: মিশন ২০১৯-এ অমিত শাহ বাংলায়, এক নজরে দেখে নিন তাঁর দুদিনের কর্মসূচি][আরও পড়ুন: মিশন ২০১৯-এ অমিত শাহ বাংলায়, এক নজরে দেখে নিন তাঁর দুদিনের কর্মসূচি]

বিজেপি এই সভাকে মুকুলের পাল্টা সভা বলে ব্যাখ্যা করে তৃণমূলের উদ্দেশ্য জানায়, একা মুকুলকে ঠেকাতে তৃণমূলকে তিনজন সৈনিক নামাতে হল। মদন মিত্র, মানস ভুঁইয়া ও সুকুমার হাঁসদাকে নিয়ে বিজেপির মুকুল রায়ের বিরুদ্ধে পাল্টা সভা করল তৃণমূল। যদিও তৃণমূল এই সভাকে ২১ জুলাইয়ের প্রস্তুতি সভা হিসেবেই ব্যাখ্যা করছে।

[আরও পড়ুন:বাংলা ভারতের দ্বিতীয় মাতৃভাষা, বাঙালির গরবের ভাষা সমাদৃত বিশ্বের দরবারেও][আরও পড়ুন:বাংলা ভারতের দ্বিতীয় মাতৃভাষা, বাঙালির গরবের ভাষা সমাদৃত বিশ্বের দরবারেও]

English summary
TMC leader Madan Mitra criticizes BJP leader Mukul Roy from JanagalMahal. TMC takes new strategy to arrange public meeting against Mukul Roy,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X