For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পশ্চিমবঙ্গ উপনির্বাচন! তিন কেন্দ্রেই উঠল সবুজ ঝড়, মুখ থুবড়ে পড়ল বিজেপির রথ

সকাল আটটা থেকে পশ্চিমবঙ্গে ৩ উপনির্বাচনের গণনা শুরু হয়েছে। গণনার একেবারে শুরু থেকেই করিমপুর কেন্দ্রে এগিয়ে রয়েছে তৃণমূল।

  • |
Google Oneindia Bengali News

সকাল আটটা থেকে পশ্চিমবঙ্গে তিন বিধানসভা উপনির্বাচনের গণনা শুরু হয়। গণনার একেবারে শুরু থেকেই করিমপুর কেন্দ্রে এগিয়ে যায় তৃণমূল কংগ্রেস। অন্যদিকে হাড্ডাহাড্ডি লড়াই চলার পরে খড়গপুরে এগিয়ে যায় তৃণমূল। আর কালিয়াগঞ্জে প্রথমের দিকে বিজেপি প্রার্থীর ব্যবধান বেশি থাকলেও তা আস্তে আস্তে কমছে।

করিমপুর

করিমপুর

করিমপুরে ১৭ টি টেবিলে ১৪ রাউন্ড গণনা হচ্ছে। শুরু থেকেই এগিয়ে গিয়েছেন তৃণমূল প্রার্থী বিমলেন্দু সিংহ রায়। চতুর্থ রাউন্ড গণনার পর তাঁর ব্যবধান গিয়ে দাঁড়িয়েছে ২৭ হাজারের বেশি। যদিওো বিজেপি সূত্রে দাবি করা হচ্ছে যা গণনা হয়েছে তা করিমপুর ২-এ। করিমপুর ১-এ ঢুকলে এই ব্যবধান কমবে।

খড়গপুর সদর

খড়গপুর সদর

১৬ টি টেবিলে ১৬ রাউন্ড গণনা হচ্ছে। শুরুতে কোনও সময় তৃণমূল প্রার্থী প্রদীপ সরকার তো কোনও সময় জোট প্রার্থী চিত্তরঞ্জন মণ্ডলকে এগিয়ে থাকতে দেখা গিয়েছে। কোনও সময় আবার বিজেপি প্রার্থী প্রেমচাঁদ ঝাকে এগিয়ে থাকতে দেখা গিয়েছে। কিন্তু ষষ্ঠ রাউন্ডের শেষে তৃণমূল প্রার্থী প্রদীপ সরকার সেখানে এগিয়ে গিয়েছেন প্রায় ১২ হাজারের বেশি ভোটে।

কালিয়াগঞ্জ

কালিয়াগঞ্জ

কালিয়াগঞ্জে ২০ টি টেবিলে ১০ রাউন্ড গণনা চলছে। শুরু থেকেই সেখানে এগিয়ে ছিলেন। বিজেপি প্রার্থী কমলচন্দ্র সরকার। একটা সময়ে সেই ব্যবধানটা ছিল পাঁচ হাজারের বেশি। যদিও সেই ব্যবধান আস্তে আস্তে কমিয়ে ফেলে তৃণমূল। ষষ্ঠ রাউন্ডে বিজেপি এগিয়ে ছিল প্রায় আটশো ভোটে। কিন্তু সপ্তম রাউন্ডে তৃণমূল এগিয়ে যায় ৩ হাজার ভোটে। যে অঞ্চলগুলিতে এখনও গণনা বাকি রয়েছে, সেগুলি তৃণমূলের এলাকা বলেই পরিচিত। তবে প্রশ্ন উঠছে কয়েকমাস আগে যে লোকসভা কেন্দ্রের অংশ থেকে বিজেপি প্রায় ৫৭ হাজার ভোটে এগিয়ে ছিল, সেই কেন্দ্রে এই অবস্থা হল কী করে।

বিজেপি শেষ পর্যন্ত দেখতে চায়

বিজেপি শেষ পর্যন্ত দেখতে চায়

বিজেপি অবশ্য এখানেই ভেঙে পড়তে রাজি নয়। তারা গণনার শেষ পর্যন্ত দেখতে চায়।

নির্বাচনী ইতিহাসে প্রথমবার! জয়ের পিছনে পর পর কারণ ব্যাখ্যা কালিয়াগঞ্জের তৃণমূল প্রার্থীর নির্বাচনী ইতিহাসে প্রথমবার! জয়ের পিছনে পর পর কারণ ব্যাখ্যা কালিয়াগঞ্জের তৃণমূল প্রার্থীর

English summary
TMC is far ahead of two constituencies among three ByElections in West Bengal in primary trend
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X