For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তৃণমূলের জনসংযোগ র‍্যালিতে স্থানীয়দের 'বাধা'! ভুল স্বীকার নেতার, কটাক্ষ বিজেপির

মানুষের সমর্থন ফিরে পেতে জনসংযোগ র‍্যালি তৃণমূলের। সূত্রের খবর অনুযায়ী, কুলটিতে এই র‍্যালিতে বাধা দেন স্থানীয় মানুষ।

  • |
Google Oneindia Bengali News

মানুষের সমর্থন ফিরে পেতে জনসংযোগ র‍্যালি তৃণমূলের। সূত্রের খবর অনুযায়ী, কুলটিতে এই র‍্যালিতে বাধা দেন স্থানীয় মানুষ। তৃণমূলের নানা ভুল নিয়ে প্রশ্ন তোলেন তাঁরা। জানা গিয়েছে, তৃণমূল নেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায় স্থানীয়দের তোলা অভিযোগ স্বীকার করে নিয়েছেন।

 তৃণমূলের জনসংযোগ র‍্যালিতে স্থানীয়দের বাধা! ভুল স্বীকার নেতার, কটাক্ষ বিজেপির

২ থেকে বেড়ে ১৮-য় পৌঁছে গিয়েছে বিজেপি। তৃণমূল নেমে গিয়েছে ২২-এ। ব্যবধান বাড়িয়েছে আসানসোলের বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়। কিন্তু সাধারণ মানুষকে পাশে ফিরে পেতে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। সেই মতো জনসংযোগ র‍্যালির আয়োজন করা হয়েছিল কুলটিতে।

র‍্যালি শুরু হওয়ার পর স্থানীয় সাধারণ মানুষ প্রশ্ন তুলতে শুরু করেন। রেশন কার্ড না পাওয়া থেকে ২ কাটা কেজি দরে চাল না পাওয়ার অভিযোগ জানান তাঁরা। স্থানীয়দের
একাংশের অভিযোগ, যাঁদের ২ টাকা কেজি দরে চাল পাওয়ার কথা, তাঁদের ১৩ টাকা কেজি দরে চাল কিনতে হচ্ছে। আর যাঁদের পাওয়ার কথা নয়, তাঁরা ২ টাকা কেজি দরে চাল পাচ্ছেন।

স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, স্থানীয় তৃণমূল নেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায় ভুল স্বীকার করে নেন। পাশে থাকা আশ্বাস দেন তিনি। এসম্পর্কে বিজেপির কটাক্ষ, ভুল বুঝতে
আটবছর সময় লাগল।

এর আগে মুখ্যমন্ত্রী কাটমানি ফেরত দেওয়ার নির্দেশ দেওয়ার পর তৃণমূলের পঞ্চায়েত সদস্যদের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ জানানোর খবর আসছে। দুপক্ষের সংঘর্ঘের ঘটনাও ঘটেছে। তবে এদিনের এই ঘটনায় যে একটু নতুনত্ব রয়েছে, তা আর বলার অপেক্ষা রাখে না।

English summary
TMC faced stiff resistance from locals of Kulti in their public relation rally
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X