For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হুমায়ুন কবীরকে বহিঃষ্কার করল তৃণমূল

  • |
Google Oneindia Bengali News

কলকাতা, ২৬ ফেব্রুয়ারি : শোকজের ৪৮ ঘণ্টার মধ্যে এবার সরাসরি বহিঃষ্কৃত হুমায়ুন কবীর।

মুখ্যমন্ত্রী ও তাঁর ভাইপোকে সরাসরি আক্রমণ করার ফল হাতেনাতে পেলেন মুর্শিদাবাদের এই বিক্ষুব্ধ তৃণমূল নেতা।

গতকাল বীরভূমের স্বপনকান্তি ঘোষকে নিয়ে নাটকের মাঝেই মুখ্যমন্ত্রীর ভাইপোকে নিয়ে কটাক্ষ করে সরাসরি দলনেত্রীকে আক্রমণ করেছিলেন হুমায়ুন। পাশাপাশি মুকুল রায়ের পক্ষে থাকার কথাও সরাসরি জানিয়েছিলেন।

হুমায়ুন কবীরকে বহিঃষ্কার করল তৃণমূল


বুধবার হুমায়ুন বলেন, "মুখ্যমন্ত্রীর সাধ হয়েছে, ভাইপোকে রাজা বানাবেন! পশ্চিমবঙ্গের মানুষ তাঁর সেই সাধ পূর্ণ করবেন না। এই মুখ্যমন্ত্রীর পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন, তা উনি নির্ধারণ করতে পারেন না। নির্ধারণ করবেন জনগণ। ভাইপোকে রাজা বানানোর আশা পূরণ হবে না!"

শুধু তাই নয়, মুকুল রায়ের প্রতি আনুগত্য স্বীকার করে হুমায়ুন বলেন, "মুখ্যমন্ত্রী হওয়ার আগে মমতার সঙ্গে ২৪ ঘণ্টা থাকতেন মুকুল রায়। রাজ্যের ৭৭ হাজার বুথের মধ্যে ৩০ হাজার বুথের কর্মীদের সঙ্গে মুকুলদার সরাসরি যোগাযোগ রয়েছে। কংগ্রেস ছেড়ে আমি তাঁর হাত ধরেই তৃণমূলে এসেছি। তিনি যে সিদ্ধান্ত নেবেন, আমিও তাই গ্রহণ করব।"

আজ হুমায়ুন কবীর বহিঃষ্কৃত হওয়ার সঙ্গে পতনও অব্যাহত রইল তৃণমূলে। এর পাশাপাশি ফের প্রকাশ্যে চলে এল তৃণমূল কংগ্রেসের অস্বস্তি। মুকুল ঘনিষ্ঠ নেতাদেরই বেছে নেওয়া হচ্ছে বলেও প্রশ্ন উঠতে শুরু করেছে।

দলের দুর্নীতি নিয়ে প্রকাশ্যে মুখ খুলে দলবিরোধী কাজ করায় মুর্শিদাবাদের তৃণমূল নেতা হুমায়ুন কবীরকে ৬ বছরের জন্য বহিঃষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন তৃণমূল নেতৃত্ব। "সিদ্ধান্ত প্রত্যাশিতই ছিল", বহিঃষ্কৃত হওয়ার পর প্রতিক্রিয়ায় জানান হুমায়ুন কবীর।

দু'দিন আগে দলবিরোধী কাজের অভিযোগে প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূলের মুর্শিদাবাদ জেলা কার্যকরী সভাপতি হুমায়ুন কবীরকে শো-কজ করা হয়। নেতৃত্বের বিরুদ্ধে প্রকাশ্যে সমালোচনা এবং কয়েকটি ক্ষেত্রে অবমাননাকর মন্তব্য করার অভিযোগেই তাঁর বিরুদ্ধে কড়া হয় দল।

প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর একসময়ের ঘনিষ্ঠ হুমায়ুন দলবদল করেন মুকুল রায়ের হাত ধরে। তৃণমূলে যোগ দেওয়ার পরে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে রাজ্য মন্ত্রিসভায় প্রাণিসম্পদ দফতরের দায়িত্ব দিলেও রেজিনগর উপনির্বাচনে হেরে গিয়েছিলেন হুমায়ুন।

প্রসঙ্গত, বুধবার দলের দুর্নীতি নিয়ে প্রকাশ্যে মুখ খুলে ও বিধানসভায় দলের বিরুদ্ধেই ধরনা দেওয়ায় সিউড়ির বিধায়ক স্বপনকান্তি ঘোষকে সাসপেন্ড করে তৃণমূল।

English summary
TMC expels Humayun Kabir
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X