For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দায়িত্বজ্ঞানহীন মন্তব্যে সাফাই অখিল গিরির! রাষ্ট্রপতিকে নিয়ে বেলাগাম মন্ত্রীর থেকে দূরত্ব বাড়াল তৃণমূল

রাষ্ট্রপতি কেমন দেখতে। নন্দীগ্রামে তৃণমূলের বিক্ষোভ কর্মসূচিতে। সেখানে হাতে তালিও পড়ে। কিন্তু ভোর কাটতে না কাটেতেই বিড়ম্বনায় পড়ে তৃণমূল কংগ্রেস। সর্বভারতীয় পর্যায়ে তৃণমূলের মন্ত্রী রাষ্ট্রপতিকে অপমান করেছেন বলে অভি

  • |
Google Oneindia Bengali News

রাষ্ট্রপতি কেমন দেখতে। নন্দীগ্রামে তৃণমূলের বিক্ষোভ কর্মসূচিতে রাজ্যের মন্ত্রী অখিল গিরির এমন মন্তব্যে হাতে তালিও পড়ে। কিন্তু ভোর কাটতে না কাটেতেই বিড়ম্বনায় পড়ে তৃণমূল কংগ্রেস। সর্বভারতীয় পর্যায়ে তৃণমূলের মন্ত্রী রাষ্ট্রপতিকে অপমান করেছেন বলে অভিযোগ ওঠে। তৃণমূল এই ঘটনায় যেমন একদিকে অখিল গিরির থেকে দূরত্ব বাড়ায়, অন্যদিকে কারা প্রতিমন্ত্রীও এনিয়ে নিজের মন্তব্যের সাফাই দিয়েছেন।

অখিল গিরির বিতর্কিত মন্তব্য

শুক্রবার সন্ধেয় রাজ্যের মন্ত্রী অখিল গিরি বলেন, দেখতে ভাল নয়, কী রূপসী! কী দেখতে ভাল। তারপরেই তিনি বলেন, আমরা রূপের বিচার করি না। তোমার রাষ্ট্রপতি চেয়ারকে আমরা সম্মান করি। এরপর তিনি বিক্ষোভে অংশ নেওয়া তৃণমূল কর্মীদের উদ্দেশে বলেন, তোমার রাষ্ট্রপতিকে কেমন দেখতে বাবা!

শনিবার সকালেই সাফাই

শনিবার সকালেই সাফাই

ততক্ষণে ওই মন্তব্য নিয়ে চারিদিকে বিতর্ক শুরু হয়ে গিয়েছে। শনিবার সকালে অখিল গিরি অভিযোগ করেন, তাঁকে গত তিনমাস ধরে বাহ্যিক রূপ নিয়ে উত্তক্ত করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার জেরেই তিনি রাষ্ট্রপতির তুলনা টেনেছেন। রাষ্ট্রপতিকে তিনি সম্মান করেন বলেও জানান। এক্ষেত্রে রাষ্ট্রপতির উদ্দেশে কোনও খারাপ কথা তিনি বলতে চাননি বলেও মন্তব্য করেন কারা প্রতিমন্ত্রী।

মন্তব্য থেকে দূরে সরেছে তৃণমূল

তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ রাষ্ট্রপতিকে নিয়ে অখিল গিরির মন্তব্যকে দল অনুমোদন করে না বলে জানিয়েছেন। পাশাপাশি তিনি কার্যত সাফাইয়ের সুরেই বলেন, শুভেন্দু অধিকারী তাঁকে উত্তক্ত করে গিয়েছেন। খানিকটা বয়স হয়ে যাওয়ায় কথার ওপরে নিয়ন্ত্রণ হারিয়ে অখিল গিরির এই মন্তব্য বলেও সংবাদ মাধ্যমকে জানান তিনি।
অন্যদিকে তৃণমূলের অপর মুখপাত্র সাকেত গোখলে বলেছেন, অখিল গিরির মন্তব্য দায়িত্বজ্ঞানহীন। যা দল অনুমোদন করে না। ভারতের রাষ্ট্রপতির জন্য তৃণমূল গর্বিত বলে জানিয়ে তিনি বলেছেন, রাষ্ট্রপতির অফিসকেও তারা সম্মান করেন।

মন্তব্যে তৃণমূলের আদিবাসী বিরোধিতার প্রকাশ

এর আগে অবশ্য এদিন সকাল থেকেই বিজেপির তরফে বিষয়টি নিয়ে তৃণমূলকে তীব্র আক্রমণ করা হয়। রাষ্ট্রপতিকে নিয়ে মন্ত্রীর এই মন্তব্য তাদের আদিবাসী বিরোধী মানসিকতাকে প্রকাশ করেছে বলে দাবি করেছে বিজেপি। দলের আইটি সেলের প্রধান অমিত মালব্য থেকে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার রাষ্ট্রপতিকে নিয়ে অখিল গিরির মন্তব্যের প্রতিবাদ করেছেন। বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য অভিযোগ করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় সবসময়ই আদিবাসী বিরোধী। বিষ্ণুপুরের তৃণমূল সাংসদ সৌমিত্র খাঁ জাতীয় মহিলা কমিশনের কাছে চিঠি পাঠিয়ে অখিল গিরির গ্রেফতার দাবি করেন।

সেন্ট্রাল রেলে নিয়োগের বিজ্ঞপ্তি! স্টেনোগ্রাফার-সহ বিভিন্ন পদে বেশ কয়েকশো চাকরিসেন্ট্রাল রেলে নিয়োগের বিজ্ঞপ্তি! স্টেনোগ্রাফার-সহ বিভিন্ন পদে বেশ কয়েকশো চাকরি

English summary
TMC distances themselves from their minister Akhil Giris comments on President Droupadi Murmu
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X