For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তৃণমূলে ফাঁকিবাজদের খোঁজ পেলেন মমতা! তালিকা তৈরি করে অভিনব নিদান

‘দিদিকে বলো’য় ফাঁকিবাজদের খোঁজ পেলেন মমতা! তালিকা তৈরি করে অভিনব নিদান

Google Oneindia Bengali News

লোকসভা ভোটে আশাতীত ফল করতে না পেরে মুষড়ে পড়া তৃণমূল কংগ্রেসকে চাঙ্গা করতে ভোট-কৌশলী প্রশান্ত কিশোরের পরামর্শে শুরু হয়েছিল 'দিদিকে বলো' কর্মসূচি। সেই কর্মসূচি সাফল্যের পাশাপাশি বহু ফাঁকিবাজ নেতার হদিশ পেল তৃণমূল। ইতিমধ্যে তাঁদের তালিকা তৈরি করে ফেলেছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।

তালিকা তৈরি, এবার কী ব্যবস্থা

তালিকা তৈরি, এবার কী ব্যবস্থা

কিন্তু এই তালিকায় থাকা নেতাদের নিয়ে কী করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁদের বিরুদ্ধে কী কোনও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। সামনেই পুরসভা নির্বাচনে, তারপরই বিধানসভা নির্বাচন, মমতা বন্দ্যোপাধ্যায় তাই মেপে পা ফেলতে চাইছেন।

আলাদা করে ডেকে পাঠানো হচ্ছে

আলাদা করে ডেকে পাঠানো হচ্ছে

এখনই কোনও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে না দলের তরফে। তালিকায় যাঁদের নাম রয়েছে, তাঁদের প্রত্যেককে আলাদা আলাদা করে ডেকে পাঠানো হচ্ছে। তাঁদের সতর্ক করে দেওয়া হচ্ছে, তাঁরা যাতে ভবিষ্যতে এমন ধরনের কাজ না করে। আর তা নিশ্চিত করতে নতুন টাস্কও দেওয়া হচ্ছে তাঁদের।

ফাঁকিবাজ চিহ্নিত নেতাদের নতুন কাজ

ফাঁকিবাজ চিহ্নিত নেতাদের নতুন কাজ

এবার ফাঁকিবাজ বলে চিহ্নিত নেতাদের নতুন কাজ দেওয়া হয়েছে, তাঁদের এলাকায় যে সমস্ত কাজ করা থেকে তাঁরা বিরত ছিলেন, সেইসব কাজ বা কর্মসূচি পালন করতে হবে নির্দিষ্ট দিলেন মধ্যে। শুধু সেই কর্মসূচি পালন করলেই হবে না। ফেসবুক লাইভ করে তা দেখাতে হবে শীর্ষ নেতৃত্বকে।

ফাঁকির শাস্তি, ফেসবুক লাইভে জনসংযোগ

ফাঁকির শাস্তি, ফেসবুক লাইভে জনসংযোগ

অর্থাৎ জনসংযোগের নির্দেশ যাঁরা অমান্য করেছেন, তাঁরা যে জনসংযোগে বের হচ্ছেন জনসংযোগ করছেন, তা ফেসবুক লাইভে সব দেখতে চাইছেন দলের শীর্ষ নেতারা। জনসংযোগের লাইভ প্রমাণ দিতে হবে তাঁদের। কেননা দিদিকে বলো সাফল্য পেয়েছে, কিন্তু কিছু নেতার ফাঁকিবাজির জন্য লক্ষ্যমাত্রায় পৌঁছনো যায়নি। তাই সেই লক্ষ্য ছুঁতে বদ্ধপরিকর তৃণমূল।

লক্ষ্যমাত্রা ছুঁতে ‘দিদিকে বলো’ আরও ১২দিন

লক্ষ্যমাত্রা ছুঁতে ‘দিদিকে বলো’ আরও ১২দিন

উল্লেখ্য, প্রশান্ত কিশোর তৃণমূলের রণনীতিকারের দায়িত্ব নেওয়ার পরে ‘দিদিকে বলো' কর্মসূচি নেওয়া হয়েছিল। সেই ‘দিদিকে বলো' কর্মসূচির মাধ্যমে বাংলার বুকে জনসংযোগ গড়ে তোলার কাজ করেছিলেন জনপ্রতিনিধিরা। তার সুফলও মিলেছিল। টার্গেট রাখা হয়েছিল ১০০ দিন। কিন্তু কিছু ফাঁকিবাজ নেতার কারণে, লক্ষ্যমাত্রা ছুঁতে পারেনি ‘দিদিকে বলো'। তাই আরও ১২দিন সময় বাড়ানো হল।

 ভারতের বিরুদ্ধে ইন্টারনেটে মিথ্যা বিষোদগার ছড়াতে ইন্টার্ন নিয়োগ পাক সেনার ভারতের বিরুদ্ধে ইন্টারনেটে মিথ্যা বিষোদগার ছড়াতে ইন্টার্ন নিয়োগ পাক সেনার

English summary
TMC chief Mamata Banerjee is found remissness leader in TMC and gives message them before 2021 Assembly Election
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X