For Quick Alerts
For Daily Alerts
বিসর্জন ঘিরে সিউড়িতে তৃণমূল-বিজেপি সংঘর্ষ, ধৃত দুই

স্থানীয় সূত্রে খবর, শনিবার সিউড়িতে দুই বারোয়ারির বিসর্জন ঘিরে প্রথমে উত্তেজনা ছড়ায়। ক্রমশ এক পক্ষের হয়ে সওয়াল করে তৃণমূল কংগ্রেসের কর্মীরা। অপরপক্ষকে সমর্থন করে বিজেপি। শেষ পর্যন্ত তা তৃণমূল কংগ্রেস-বিজেপি সংঘর্ষে পরিণত হয়। বিজেপির অভিযোগ, তৃণমূলই বিনা প্ররোচনায় হামলা চালায়। আর তৃণমূলের দাবি, বিজেপি কর্মীরাই তাদের ওপর হামলা চালিয়েছে। ধারালো অস্ত্র দিয়ে মাথায় কোপ মারায় দুই তৃণমূল কর্মীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিজেপির বিরুদ্ধে তারা থানায় লিখিত অভিযোগ জানায়। দু'জন বিজেপি কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বিজেপির বক্তব্য, পুলিশ পক্ষপাতদুষ্ট আচরণ করেছে।
রাজ্যের বিভিন্ন স্থানে এখন দ্রুত শক্তি সঞ্চয় করে উঠে আসছে বিজেপি। শাসক দলের সঙ্গে তাদের প্রায়ই সংঘর্ষ হচ্ছে। সিউড়ির ঘটনাও তারই প্রমাণ।