For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জমজমাট তরজা তৃণমূল ও বিজেপির, ভারতী ঘোষকে মুখের মতো জবাব ‘ভাই’ দেবের

নির্বাচনী প্রচার‌‌ সেরে ফেরার পথে ঘাটালের দাসপুর এলাকায় শনিবার রাতে তার গাড়ির ওপর তৃণমূল কংগ্রেস হামলা চালায় বলে অভিযোগ বিজেপি প্রার্থী ভারতী ঘোষের। তা নিয়েই তরজা শুরু।

  • By Koushik Dutta
  • |
Google Oneindia Bengali News

ভারতী ঘোষের অভিযোগ ঘিরে তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে তরজা শুরু হয়ে গেল। নির্বাচনী প্রচার‌‌ সেরে ফেরার পথে ঘাটালের দাসপুর এলাকায় শনিবার রাতে তার গাড়ির ওপর তৃণমূল কংগ্রেস হামলা চালায় বলে অভিযোগ বিজেপি প্রার্থী ভারতী ঘোষের। তাঁর অভিযোগ তৃণমূল কংগ্রেস এখন ভয় পেয়েছে তাই এলাকায় আতঙ্ক সৃষ্টি করতে চাইছে।

জমজমাট তরজা তৃণমূল ও বিজেপির, মুখের মতো জবাব দেবের

নির্বাচনী প্রচার‌‌ সারতে রবিবার মেদিনীপুর আসেন বিজেপি প্রার্থী তথা দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাঁর অভিযোগ শুধু মাত্র ঘাটালের বিজেপি প্রার্থীর ওপর নয় কোচবিহারের দিনহাটা এলাকায় সেখানকার প্রার্থী নিশীথ প্রামাণিকের ওপরেও হামলা চালিয়েছে তৃণমূল কংগ্রেস। সব জায়গাতেই আমাদের প্রার্থী, নেতা কর্মীদের ওপর এই ভাবে আক্রমণ এবং হামলা চালানো হচ্ছে।

জমজমাট তরজা তৃণমূল ও বিজেপির, মুখের মতো জবাব দেবের

দিলীপবাবুর অভিযোগ, আমাদের জনপ্রিয়তা দেখে তৃণমূল কংগ্রেস ভয় পেয়ে গিয়েছে। তাই এখন আমাদের ওপর শারীরিক ভাবে আক্রমণ করতে শুরু করেছে। এদিকে রবিবারই সবংয়ে এ নির্বাচনী প্রচার‌‌ করতে আসেন তৃণমূল কংগ্রেস প্রার্থী দেব। তিনি বলেন, আমি শুনেছি যে ভারতীদির গাড়িতে নাকি হামলা হয়েছে। যদি হয়ে থাকে তাহলে তা‌ নিন্দনীয় ঘটনা।

জমজমাট তরজা তৃণমূল ও বিজেপির, মুখের মতো জবাব দেবের

দেব বলেন, আমি বিশ্বাস করি যে আমাদের দলের কোনও কর্মী এই ধরনের কাজ করবে না। দীপক অধিকারী তথা দেব এই কথা বললেও তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অজিত মাইতি ভারতী ঘোষের এই অভিযোগ প্রসঙ্গে তাঁকে ছুঁচোর সঙ্গে তুলনা করেছেন। তিনি বলেন, দাসপুরে কাল রাতে একটি ঘটনা ঘটেছে। আর উনি বললেন যে আমাদের লোক সেটা করেছে।

জমজমাট তরজা তৃণমূল ও বিজেপির, মুখের মতো জবাব দেবের

অজিত মাইতি বলেন, দাসপুর এলাকায় তার দলের অনেকেই তাকে প্রার্থী হিসেবে চাইছেন না।তারা এনিয়ে সেখানে পোস্টারও দিয়েছে। আর তারাই ওই ঘটনা ঘটিয়েছে। এখন তিনি আমাদের দিকে আঙুল ‌তুলছেন। কোথাকার কে এক ছোট প্রাণী! তাকে মেরে আমরা হাত গন্ধ ‌করব না। ভারতী ঘোষ প্ররোচনা মূলক কথা বলছেন বলে নির্বাচন কমিশনের কাছে নালিশ জানাচ্ছেন তাঁরা।

ঘাটাল আসনে বিজেপি ও তৃণমূল কংগ্রেস কেউ কাউকে এক ইঞ্চি জমিও ছাড়বে না তা বুঝিয়ে দিয়েছে। তাই ভারতী ঘোষের গাড়িতে হামলা নিয়ে শুরু হয়েছে দু-পক্ষের চাপানউতোর। যে সবংয়ে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস এদিন ভারতী ঘোষকে আক্রমণ করেছে, সেই সবংয়েই সোমবার সকালে নির্বাচনী প্রচারে আসার কথা আছে বিজেপি প্রার্থীর।

English summary
TMC and BJP start word speech due to attack on Bharati Ghosh’s car in Ghatal.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X