For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'দুর্নীতি গ্রস্ত' মুকুল, প্রাক্তনীর বিরুদ্ধে এমনই সব অভিযোগ তৃণমূলের

মুকুল রায়ের পর এবার পালা তৃণমূলের। মুকুল রায়ের বিরুদ্ধে সরাসরি দুর্নীতির অভিযোগ তুলল তৃণমূল। বিষয়টি নিয়ে মুকুল রায় এখন কী জবাব দেন, তারই অপেক্ষায় রাজ্যবাসী।

  • |
Google Oneindia Bengali News

মুকুল রায়ের পর এবার পালা তৃণমূলের। মুকুল রায়ের বিরুদ্ধে সরাসরি দুর্নীতির অভিযোগ তুলল তৃণমূল। বিষয়টি নিয়ে মুকুল রায় এখন কী জবাব দেন, তারই অপেক্ষায় রাজ্যবাসী।

'দুর্নীতি গ্রস্ত' মুকুল, প্রাক্তনীর বিরুদ্ধে এমনই সব অভিযোগ তৃণমূলের

যতদিন মুকুল রায় তৃণমূলে ছিলেন, সেই দলের অন্দরমহল সম্পর্কে বিশেষ কোনও খবরই বাইরে আসেনি। বিশেষ করে জাগো বাংলা, বিশ্ব বাংলা কিংবা মা-মাটি-মানুষ নিয়ে। আবার অন্যদিকে মুকুল রায়ের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ ওঠেনি তৃণমূলের অন্দর মহল থেকে।

বিজেপিতে যোগ দিয়েই জাগো বাংলা, বিশ্ব বাংলা কিংবা মা-মাটি-মানুষ ন নিয়ে বিস্তর অভিযোগ করেন মুকুল রায়। সবকিছুই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বলে অভিযোগ করেন তিনি। দাবি পক্ষে সরকারি নথিও পেশ করেন মুকুল রায়।

এবার পালা তৃণমূলের। মুকুল রায়ের বিরুদ্ধে সরাসরি দুর্নীতির অভিযোগ তুলল তৃণমূল। মুকুল রায় কোনও কিছু অভিযোগ করলেই সাধারণত পার্থ চট্টোপাধ্যায়ই তার জবাব দিয়ে থাকেন। তবে মুকুল রায়ের 'চাপ' কিছুটা বাড়তে থাকায় অন্য নেতারাও রাস্তায় নেমেছেন আগেই। জবাব দিয়েছেন শোভন চট্টোপাধ্যায়, অনুব্রত মণ্ডলরা। এবার মুকুল রায়কে উদ্দেশ্য করে তোপ দাগলেন তৃণমূলের আইনজীবী সেলের নেতা বৈশ্বানর চট্টোপাধ্যায়। রবিবার তিনি বলেন, কী ভাবে মুকুল রায়ের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে সময় হলেই তা তিনি বলবেন। একই সঙ্গে বৈশ্বানর চট্টোপাধ্যায় জানান, মুকুল রায়ের বার-হোটেল নিয়েও সব তথ্য দেবেন।

শনিবার বিজেপির রাজ্য দফতরে বৈঠকের একেবারে শেষে মুকুল রায় বলেন, তাঁর কাছে এমন এক ভিডিও আছে যেখানে তৃণমূলের এক বিধায়ক পুত্র বলেছেন, তাঁর বাবা খুন করেছেন। খানিকটা সেই উপায় এবার অবলম্বন করল তৃণমূল।

তৃণমূল নেতৃত্বের দাবি, দল বদল করেই অসত্য কথা বলছেন মুকুল রায়। যে দলে গিয়েছেন সেই দলে জায়গা করে নিতেই মিথ্যা অভিযোগ করছেন বলেও অভিযোগ তৃণমূলের।

তবে তৃণমূলের অন্দরমহল সূত্রের খবর, মুকুল রায় যা করছেন তাতে দলের ক্ষতি হয়ে যাচ্ছে। মুকুল রায় কবে কী বলেন, তা নিয়েই নাকি অনেকেই ভয়ে সিঁটিয়ে রয়েছেন।

তবে দুপক্ষের বাক যুদ্ধের সঙ্গে আইনি লড়াইও চলছে। কে জেতে, আর কে হারে তারই অপেক্ষায় সাধারণ মানুষ।

English summary
TMC alleged that Mukul Roy is a corrupted person. His bank account was filled by some one, alleged TMC.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X