For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা আবহের মধ্যে সুসংবাদ, সুন্দরবনে বাড়ল বাঘের সংখ্যা

  • By Aveek
  • |
Google Oneindia Bengali News

করোনার আবহে সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগারের সংখ্যা বাড়ল ৮ টি। ৮৮ থেকে বেড়ে বাঘের সংখ্যা দাঁড়াল ৯৬ টিতে।

করোনা আবহের মধ্যে সুসংবাদ, সুন্দরবনে বাড়ল বাঘের সংখ্যা

বনদফতর সূত্রের খবর, ট্র্যাপ ক্যামেরার সাহায্যে বাঘের গণনা করে জানা গিয়েছে এবছর বাঘের সংখ্যা ৮৮ থেকে বেড়ে হয়েছে ৯৬ টি। বাঘশুমারি অনুযায়ী সুন্দরবনের গত বছর যে বাঘসুমারি করা হয়েছিল তাতে সুন্দরবনে বাঘের সংখ্যা ছিল ৮৮। এ বছর সেই সংখ্যাটা ৮ টি বেড়ে গিয়েছে। এর আগে এক বছরে সাতটি বাঘ বেড়েছিল। এবছর বাঘের সংখ্যাবৃদ্ধিতে এটা রেকর্ড বলে জানিয়েছে বনদফতর।

বনদপ্তর সূত্রে আরও জানা গিয়েছে, 96 টির মধ্যে বাঘের সংখ্যা রয়েছে ২৩ টি, বাঘিনি ৪৩ টি, বাকি ১১ টি শাবক। মোট ১২০০টি ক্যামেরায় এই বাঘের ছবি ধরা পড়েছে।
এ প্রসঙ্গে আশার সুরে আগামী দিন আরো বাঘের সংখ্যা বাড়বে বলে বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় জানান।

রাজিব বাবুর আরও দাবি, এবছর ট্র্যাপ ক্যামেরার সাহায্য নিয়ে বাঘের গণনা হয়েছে। তাই প্রতিটি বাঘের গায়ে থাকা ডোরাকাটা দাগ দেখে বাঘের সংখ্যা গোনা হয়েছে। ফলে একই বাঘকে দু'বার গণনা করার কোনও সম্ভাবনা নেই। নভেম্বর, ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই চার মাস ধরে ৩৭০০ স্কোয়ার কিলোমিটার অঞ্চল জুড়ে এই বাঘেদের গতিবিধির দিকে নজরদারি কড়া হয়েছিল। সেখান থেকেই এই তথ্য মিলেছে বলে তিনি জানান।

English summary
Tiger count increased in Sunderbans, says forest official
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X