For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা-লকডাউনের অস্বস্তির মাঝেই ‘মুক্তি’ ৩ হাজার বন্দির, ঘরে ফেরা ৩ মাসের জন্য

করোনা-আতঙ্কের জেরে লকডাউন চলছে দেশজুড়ে। এরই মধ্যে আদালতের নির্দেশে সোমবার প্যারোলে ছাড়া হব ৩ হাজার বন্দিকে।

Google Oneindia Bengali News

করোনা-আতঙ্কের জেরে লকডাউন চলছে দেশজুড়ে। এরই মধ্যে আদালতের নির্দেশে সোমবার প্যারোলে ছাড়া হয় ৩ হাজার বন্দিকে। রাজ্যের মোট ৬০টি জেল থেকে ৩ মাসের জন্য প্যারোলে মুক্তি দেওয়া হল বিচারাধীন ও সাজাপ্রাপ্ত বন্দিদের। সোমবার তাঁরা আপাতত তিনমাস কারাগারের বাইরে জীবন কাটাবেন গৃহবন্দি অবস্থায়।

করোনা-লকডাউনের অস্বস্তির মাঝেই ‘মুক্তি’ ৩ হাজার বন্দির

করোনা আতঙ্ক আর লকডাউনের জেরে জনজীবন বিপর্যস্ত। জেলবন্দিরাও স্বস্তিতে নেই। দমদম সংশোধনাগারের কয়েকদিন আগের খণ্ডযুদ্ধের ঘটনাই তার প্রমাণ। এই অবস্থায় বন্দিদের মুক্তি প্রদান বিশেষ তাৎপর্যপূর্ণ।

করোনা আতঙ্কের জেরে আদালতের কাজ থমকে রয়েছে। ফলে বন্দিদের মধ্যে শুরু হয়েছিল অসন্তোষ। জেলে বন্দিদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার উপরও নিয়ন্ত্রণ জারি হয়েছিল। এরই মধ্যে সুপ্রিম কোর্ট নির্দেশ জারি করে করোনা আতঙ্কের মধ্যে বন্দিদের প্যারোলে মুক্তি দিতে।

সেই নির্দেশমতো এদিন প্যারোলে মুক্তি পায় ২০৫৯ জন বিচারাধীন বন্দি। প্যারোলে মুক্তি পান ১০১৭ জন সাজাপ্রাপ্ত বন্দিও। তিন মাসের জন্য মুক্তি দেওয়া হয় তাঁদের। সবথেকে বেশি ৩০০ বন্দি ছাড়া পেয়েছেন প্রেসিডেন্সি জেল থেকে।

এছাড়া দমদম সংশোধনাগার থেকে ১৫০ জন ও বারুইপুর সংশোধনাগার থেকে ১০০ জন বন্দিকে মুক্তি দেওয়া হয়। রাজ্যের অন্য সংশোধনাগার থেকেও মুক্তি দেওয়া হয় বাকিদের। তাঁদের প্রথমে জেল কর্তৃপক্ষ পৌঁছে দেয় সংশ্লিষ্ট থানায় তারপর সেখান থেকে বাড়িতেও পৌঁছে দেওয়া হয় তাদের।

English summary
Three thousand captives are released from jail due to coronavirus panic in West Bengal. SC gives order to release to parole.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X