For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বীরভূমে কোনও প্রতিপক্ষ নেই! এবার ভোটে নকুল দানা, বললেন অনুব্রত

বীরভূমে তাদের কোনও প্রতিপক্ষ নেই। একটি আসনে চারলক্ষ আর একটি আসনে তিনলক্ষ ভোটে জয়লাভ করবেন তারা।

  • |
Google Oneindia Bengali News

বীরভূমে তাদের কোনও প্রতিপক্ষ নেই। একটি আসনে চারলক্ষ আর একটি আসনে তিনলক্ষ ভোটে জয়লাভ করবেন তারা। কলকাতায় দলের প্রার্থীদের নাম ঘোষণার পর এমনটাই মন্তব্য করলেন বীরভূম তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। এদিন তিনি বলেন, এবারের ভোটে বীরভূমে নকুল দানা খাওয়ানো হবে।

বীরভূমে কোনও প্রতিপক্ষ নেই! এবার ভোটে নকুল দানা, বললেন অনুব্রত

বীরভূমে কেউ দাঁড়াবে না। কিচ্ছু লাভ হবে না। একটি আসনে চারলক্ষ আর একটি আসনে তিনলক্ষ ভোটে জয়লাভ করবে তৃণমূল প্রার্থীরা। জেলায় কোনও প্রতিপক্ষ নেই বলেও দাবি করেন অনুব্রত। তিনি দাবি করেন, লকেট চট্টোপাধ্যায় থেকে জয় বন্দ্যোপাধ্যায় কেউই বীরভূম জেলা থেকে দাঁড়াতে চান না। সিপিএম-এর তরফে রামচন্দ্র ডোমও দাঁড়াতে চান না বলে জানিয়েছেন অনুব্রত মণ্ডল। অন্যদিকে কংগ্রেস প্রার্থী পাচ্ছে না।

বীরভূম জেলার দুটি আসন। বোলপুরে এবারের তৃণমূল প্রার্থী অসিত মাল। অন্যদিকে, বীরভূম আসনে প্রার্থী গত ৩ বারের সাংসদ অভিনেত্রী শতাব্দী রায়।

এর আগে বিভিন্ন ভোটে গুড় বাতাসা দেওয়া কিংবা চড়াম চড়াম ঢাক বাজানোর নিদান দিয়েছিলেন অনুব্রত মণ্ডল। তা নিয়েও বিতর্ক কম হয়নি। এবার দিলেন নকুল দানা খাওয়ানোর বার্তা।

English summary
There is no opponent in Birbhum, claimed TMC district president Anubrata Mondal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X