For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জেলাসদরে বসেই নজরদারি! পঞ্চায়েত নির্বাচনের আগে মোক্ষম অস্ত্র মমতার হাতে

সামনেই পঞ্চায়েত ভোট। তার আগে পঞ্চায়েতের কাজকর্ম তাড়াতাড়ি সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনেক জায়গাতেই কাজ চলছে জোরকদমে।

  • |
Google Oneindia Bengali News

সামনেই পঞ্চায়েত ভোট। তার আগে পঞ্চায়েতের কাজকর্ম তাড়াতাড়ি সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনেক জায়গাতেই কাজ চলছে জোরকদমে। তবে এই কাজে নজরদারিও চালানো হচ্ছে নতুন উপায়ে। নতুন প্রযুক্তির ব্যবহার শুরু করেছে রাজ্য সরকার।

জেলাসদরে বসেই নজরদারি! পঞ্চায়েত নির্বাচনের আগে মোক্ষম অস্ত্র মমতার হাতে

নতুন সফটঅয়্যার। নাম মনিট্রা। যা জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেমের মাধ্যমে যুক্ত রয়েছে জেলার প্রত্যন্ত অঞ্চলের সঙ্গে। আর এরই মাধ্যমে জেলার সদর দফতরে বসে কাজে নজরদারি চালাচ্ছেন পদস্থ আধিকারিকরা। মিড-ডে মিলে কী দেওয়া হয়েছে কিংবা বাড়ি তৈরির কাজ কেমন চলছে, তা দেখতে পাওয়া যাচ্ছে জেলা সদরে বসেই।

অনেক সময়ই স্থানীয় নেতৃত্ব এবং সরকারি কর্মীদের যোগসাজসে প্রকল্পের রিপোর্ট ঠিকঠাক থাকে না। নিচুতলার অফিসাররা কাজ না দেখেই রিপোর্ট পাঠিয়ে দেন। এমন অভিযোগও ওঠে। সেই সব দিন এবার শেষ। এই মুহূর্তে দক্ষিণ ২৪ পরগনায় এই প্রযুক্তির মাধ্যমে কাজ চলছে। যার সদর দফতর আলিপুর। মুখ্যমন্ত্রী যে সব প্রকল্পের কথা ঘোষণা করেছেন, সেগুলিকে এই নতুন প্রযুক্তির আওতায় আনা হয়েছে। নজরদারি চালানো হচ্ছে।

ঘটনাস্থলে না গিয়ে রিপোর্ট পাঠানো হলে, তখনই ধরা পড়ে যাওয়ার প্রভূত সম্ভাবনাও রয়েছে এই প্রযুক্তিতে। কেননা কোন অফিসার কোথায় কতদূর গিয়েছেন, কিংবা কোন পথে গিয়েছেন, তার নজর রাখছে জিপিএস।

প্রযুক্তির সফল রূপায়ণে বিভিন্ন ব্লকের অফিসারদের মধ্যে থেকে জিআইএস কোঅর্ডিনেটর নিয়োগ করা হয়েছে। তাঁরা বিভিন্ন প্রকল্পের কোথায় কী পরিস্থিতি রয়েছে, তার ছবি তুলবেন। একইসঙ্গে তৈরি করা রিপোর্ট পাঠিয়ে দিচ্ছেন। আর জেলা সদরে বসে যাবতীয় কিছু পর্যবেক্ষণ করছেন পদস্থ আধিকারিকরা।

English summary
There is new Software to monitoring the development works in the village of West bengal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X