For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সংগ্রামপুর বিষমদকাণ্ডে দোষী সাব্যস্ত ৪ জন, আজ সাজা জানাতে চলেছে আদালত

সংগ্রামপুর বিষমদকাণ্ডের দোষীদের সাজা ঘোষণা আজ। প্রায় ছয় বছরেরও বেশি সময় ধরে বিচার প্রক্রিয়া চলার পর বৃহস্পতিবার মামলার রায় ঘোষণা করা হয়।

  • |
Google Oneindia Bengali News

সংগ্রামপুর বিষমদকাণ্ডের দোষীদের সাজা ঘোষণা আজ। প্রায় ছয় বছরেরও বেশি সময় ধরে বিচার প্রক্রিয়া চলার পর বৃহস্পতিবার মামলার রায় ঘোষণা করা হয়। আজ সেই মামলার দোষীদের সাজা ঘোষণা করবে আলিপুর আদালত।

সংগ্রামপুর বিষমদকাণ্ডে দোষী সাব্যস্ত ৪ জন, আজ সাজা জানাতে চলেছে আদালত


গতকালের রায়ে আদলত খোঁড়া বাদশা সহ ৪ জনকে দোষী সাব্যস্ত করেছে। আলিপুর আদালতের অতিরিক্ত জেলা বিচারক পার্থসারথী চক্রবর্তী , খোঁড়া বাদশার স্ত্রী শাকিলা বিবি সহ ৬ জনকে বেকসুর খালাস করার নির্দেশ দিয়েছেন। উল্লেখ্য, ঐএখনও এই মামলায় দু'জন অভিযুক্ত অধরা।

২০১১ সালের ডিসেম্বরেডায়মন্ডহারবার মহকুমার উস্তি-সহ আশপাশের বিস্তীর্ণ এলাকায় বিষমদ থেকে কমপক্ষে ১৭৩ জনের মৃত্যু হয়েছিল। প্রথমে মগরাহাট ও উস্তি থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল। পরে সিআইডি বিষমদ কাণ্ডের তদন্ত করে। সিআইডি তদন্তে জানায়, বিষমদ বানানোয় যুক্ত ছিল নুর ইসলাম ফকির ওরফে খোঁড়া বাদশা। তার স্ত্রী শাকিলা বিবিও এই কাণ্ডে জড়িত। সব মিলিয়ে ২৩ জনকে গ্রেফতার করা হয়েছিল। পরে ১১ জনকে অভিযুক্ত করা হয়। সিআইডি চার্জশিট দিয়েছিল দু মাসে। অন্যদিকে আর ৫৬ জনের সাক্ষ্য গ্রহণ করেছিলেন বিচারক।

English summary
The verdict of sangrampur hooch tragedy case to be announced today.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X