For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

১১৯ উদ্বাস্তু কলোনির বাসিন্দাদের শীঘ্রই স্থায়ী মালিকানা প্রদান সরকারের

১১৯ উদ্বাস্তু কলোনির বাসিন্দাদের শীঘ্রই স্থায়ী মালিকানা প্রদান সরকারের

  • |
Google Oneindia Bengali News

দেশজুড়ে নাগরিকত্ব সংকতটের মাঝেই এবার রাজ্যের শরণার্থীদের পাশে দাঁড়াতে একাধিক উদ্যোগ নিতে দেখা যাচ্ছে তৃণমূল সরকারকে। এর আগে রাজ্য সরকারি জমিতে গড়ে ওঠা উদ্বাস্তু কলোনির বাসিন্দাদের জমির মালিকানা সরকার।

নবান্নে ঘোষণা মমতার

নবান্নে ঘোষণা মমতার

সূত্রের খবর, এবার কেন্দ্র সরকার বা ব্যক্তিগত মালিকানার জমিতে গড়ে ওঠা ১১৯টি উদ্বাস্তু কলোনির বাসিন্দাদের জমির ‘ফ্রি-হোল্ড' দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য মন্ত্রিসভা। সোমবার নবান্নে একথা জানা মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।

উপকৃত হবে দেড় লক্ষ মানুষ

উপকৃত হবে দেড় লক্ষ মানুষ

এর ফলে ২৬ হাজার পরিবারের দেড় লক্ষ মানুষ উপকৃত হবেন বলেও জানান তিনি। এদিকে মাস দু'য়েক আগে মন্ত্রিসভার বৈঠকে রাজ্য সরকারি জমিতে থাকা ৯৪টি উদ্বাস্তু কলোনির জমির জট কাটানো হয়েছিল। প্রায় সাড়ে ১৩ হাজার পরিবারকে জমির মালিকানা (ফ্রি হোল্ড টাইটেল ডিড) দেওয়ার প্রক্রিয়া শুরু করে সরকার।

১২টি জেলায় রয়েছে উদ্বাস্তু কলোনি

১২টি জেলায় রয়েছে উদ্বাস্তু কলোনি

সূত্রের খবর তারপর থেকেই কেন্দ্র সরকারের অধীনে থাকা ও ব্যক্তিগত জমির কলোনিগুলির বাসিন্দাদের কী ভাবে জমির মালিকানা দেওয়া যায়, তা নিয়ে পর্যালোচনা শুরু করে সরকার। ওয়াকিবহাল মহলের ধারণা কেন্দ্র বা ব্যক্তি মালিকেরা সরকারের হাতে স্বেচ্ছায় জমি তুলে না দিলে রাজ্য তা শরণার্থীদের নামে কোনোভাবেই রেকর্ড করতে পারে না। দুই ২৪ পরগনা, নদিয়া, মালদহ-সহ মোট ১২টি জেলায় উদ্বাস্তু কলোনি রয়েছে বলে জানা যাচ্ছে।

প্রিয়াঙ্কাকে রাজ্যসভাতে পাঠাতেই জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার বলিদান দিল কংগ্রেস?প্রিয়াঙ্কাকে রাজ্যসভাতে পাঠাতেই জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার বলিদান দিল কংগ্রেস?

English summary
the government is about to grant permanent ownership to the 119 refugee colony soon
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X