For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দুর্গাপুরে পুলিশের অনুমতি ছাড়া বিজেপির সভা! ধুন্ধুমার এলাকায়

দুর্গাপুরে সাগরভাঙায় বিডিও অফিসের মাঠে বিজেপির সভা ঘিরে ধুন্ধুমার বাঁধল।

  • |
Google Oneindia Bengali News

দুর্গাপুরে সাগরভাঙায় বিডিও অফিসের মাঠে বিজেপির সভা ঘিরে ধুন্ধুমার বাঁধল। রাজ্য বিজেপির এই সভায় পুলিশের অনুমতি ছিল না বলে অভিযোগ। রাজ্য সভাপতি দিলীপ ঘোষ থেকে শুরু করে শীর্ষ নেতৃত্বের সেই সভা ঘিরে পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের খণ্ডযুদ্ধ বাঁধে।

দুর্গাপুরে পুলিশের অনুমতি ছাড়া বিজেপির সভা! ধুন্ধুমার এলাকায়

পুলিশকে সরিয়ে সভা করতে যান বিজেপি নেতারা। বাধা দেয় পুলিশ। তাতেই খণ্ডযুদ্ধ বাঁধে। তারপরে ট্রলারের মধ্যে মঞ্চ বেঁধে সভা করার চেষ্টা করে বিজেপি। তাতেও পুলিশকে ধাক্কা মারার অভিযোগ উঠেছে। গোটা ঘটনায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

[আরও পড়ুন:মমতার উপস্থিতিতেই বিদ্যুৎ বিভ্রাট, প্রশাসনিক বৈঠক এরপর যা করলেন মুখ্যমন্ত্রী ][আরও পড়ুন:মমতার উপস্থিতিতেই বিদ্যুৎ বিভ্রাট, প্রশাসনিক বৈঠক এরপর যা করলেন মুখ্যমন্ত্রী ]

পাশাপাশি গোটা মাঠে তৃণমূলের পতাকায় ভরিয়ে দেওয়ার অভিযোগ তুলেছে বিজেপি। গেরুয়া শিবিরের দাবি, সভা বানচাল করতে প্রথম থেকে শাসক দল চেষ্টা করে যাচ্ছিল। পুলিশকে কাজে লাগিয়ে কর্মীদের হুমকি দেওয়া হয়েছে। রাজ্য়ে গণতন্ত্র নেই। বিজেপিকে দেখে তৃণমূল ভয় পেয়ে গিয়েছে।

[আরও পড়ুন: মধ্যপ্রদেশে রাহুল গান্ধীর সামনেই কথা কাটাকাটি দলের দুই শীর্ষ নেতার, প্রশ্নে দলীয় ঐক্য ][আরও পড়ুন: মধ্যপ্রদেশে রাহুল গান্ধীর সামনেই কথা কাটাকাটি দলের দুই শীর্ষ নেতার, প্রশ্নে দলীয় ঐক্য ]

দুর্গাপুর-আসানসোল এলাকায় ২০১৪ ভোটের সময় থেকেই বিজেপি অনেকটা শক্তিশালী হয়েছে। শাসক দল তৃণমূলকে লড়াই দেওয়ার মতো জায়গা তৈরি করতে পেরেছে। আর সেজন্যই ঈর্ষান্বিত হয়ে তৃণমূল অশান্তি পাকাচ্ছে বলে বিজেপি অভিযোগ তুলেছে।

[আরও পড়ুন: বিজেপিকে আটকাতে বাংলায় তৃণমূলের সঙ্গে জোটের বার্তা কংগ্রেস সাংসদের][আরও পড়ুন: বিজেপিকে আটকাতে বাংলায় তৃণমূলের সঙ্গে জোটের বার্তা কংগ্রেস সাংসদের]

English summary
Tension arises in BJP rally in Durgapur, Police and saffron workers on rift
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X