For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'জ্যোতি বসুর কাছ থেকে সুবিধা নিয়েছেন' দিলীপের এই অভিযোগ নিয়ে মুখ খুললেন তথাগত

'জ্যোতি বসুর কাছ থেকে সুবিধা নিয়েছেন' দিলীপের এই অভিযোগ নিয়ে মুখ খুললেন তথাগত

  • |
Google Oneindia Bengali News

কখনও ফিটার মিস্ত্রি তো কখনও সরাসরি বঙ্গবিজেপির ভরাডুবির নায়ক! এভাবেই বঙ্গবিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষকে তোপ দেগেছেন বিজেপিরই প্রবীন নেতা তথাগত রায়। সম্প্রতি তারই পাল্টা একটি টিভি চ্যানেলে নাম না করে তথাগতকে কটাক্ষ করেন দিলীপ ঘোষ৷ সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে দিলীপকে বলতে শোনা যায়, যারা জীবনে কিছু করতে পারেনি তারাই ভুলভাল কথা বলে হতাশা থেকে৷ উনি তো জ্যোতি বসুর থেকে সুবিধা নিতেন সিপিএম আমলে৷ তারপর তৃণমূলের থেকেও সুবিধা নিয়েছেন আবার বিজেপি থেকেও সমস্ত সুযোগ সুবিধা নিয়েছেন৷

পাল্টা কী বললেন তথাগত?

পাল্টা কী বললেন তথাগত?

মঙ্গলবার দিলীপের এই বক্তব্যটি শেয়ার করে টুইটে তথাগত লিখেছেন, আমি জ্যোতি বসু আর তৃণমূলের কাছ থেকে কি কি সুবিধা নিয়েছি দয়া করে একটু যদি খোলসা করে বলেন ! তাহলে আমি একটু আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাই ! তবে এখানেই থামেননি তথাগত৷ আরও নানা ভাবে দিলীপ ঘোষ, কৈলাশ বিজয়বর্গীদের কটাক্ষ করেন তথাগত৷

দিলীপদের কটাক্ষ তথাগতর!

দিলীপদের কটাক্ষ তথাগতর!

সম্প্রতি একটি টুইটে তথাগত লিখেছেন, 'KDSA টিম পশ্চিমবঙ্গে বিজেপির জেতা গেম হারিয়ে দিয়েছে,এবং সেই প্রক্রিয়ার মধ্যে কামিনী-কাঞ্চন আকণ্ঠ উপভোগ করেছে। আমার জীবনে এরকম রাজনৈতিকভাবে নিজের পায়ে কুড়ুল মারা আমি কখনো দেখিনি বা শুনিনি।এই কথাটা প্রকাশ্যে বলা প্রয়োজন ছিল কারণ তা না হলে এরা যেরকম চালাচ্ছিল তাই চালিয়ে যেত।'

উপনির্বাচনের ফল নিয়ে তোপ তথাগতর!

উপনির্বাচনের ফল নিয়ে তোপ তথাগতর!

রাজ্যে আসানসোল ও বালিগঞ্জ উপনির্বাচনে বিজেপির হারের পর তথাগত লিখেছেন, 'উপনির্বাচনে বিজেপির যা ফল হল তা তো অপ্রত্যাশিত নয় ! শুধু শুধু দুটো মেয়েকে এই উৎকট গরমের মধ্যে ঘুরিয়ে অপমান করানো হল। বেবুন এবং ফিটার মিস্ত্রি যা মজা লুটবার তা তো লুটে নিয়েছে। বিজেপির শোচনীয় ফল সেটা মজা লোটারই পরিণাম। কর্মীদের মনোবল তলানিতে।পেট্রল-গ্যাসের দাম গৌণ কারণ।'

রাজ্য সরকারকেও একহাত নিলেন তথাগত!

রাজ্য সরকারকেও একহাত নিলেন তথাগত!

তবে শুধু দিলীপদেরই নয় সঙ্গেই রাজ্য সরকারকেও টুইটে কটাক্ষ করেছেন তথাগত। মঙ্গলবার দুটি টুইটে তথাগত লিখেছেন, 'আরও চারটে রেপ কেস, মাটিয়া, দেগঙ্গা, ইংলিশ বাজার, bansdroni র তদন্তভার দেওয়া হল দময়ন্তী সেনকে। কোর্ট বারবার প্রমাণ করছে তৃণমূল সরকার চালাতে অক্ষম!' অন্য একটি টুইটে তথাগত লিখেছেন, 'মমতার নিমন্ত্রণেও এলেন না মোদী! বাংলার বাণিজ্য সম্মেলনে থাকছেন না প্রধানমন্ত্রী ! কোনকালে সোমনাথবাবুর মৌ-সই করে দিয়ে আরম্ভ হয়েছিল।আবার সেই শিল্পায়নের কুনাট্য। আমার প্রিয় লেখক সৈয়দ মুজতবা আলীকে উদ্ধৃত করে বলি, "এই প্রচেষ্টা বন্ধ্যাগমনের মত নিষ্ফল নয় কি"?'

শিল্প সম্মেলনে মমতার ফোকাসে দেউচা! প্রতিবাদ জানাতে যাচ্ছেন শুভেন্দুর নেতৃত্বে ১১ বিজেপি বিধায়ক শিল্প সম্মেলনে মমতার ফোকাসে দেউচা! প্রতিবাদ জানাতে যাচ্ছেন শুভেন্দুর নেতৃত্বে ১১ বিজেপি বিধায়ক

English summary
Tathagata opened his mouth about Dilip ghosh's allegation
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X