For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দেউচা-পাচামি না হলে কর্মসংস্থানের দায় বিরোধীদের! সরকারি প্যাকেজে সাহায্যের পরিমাণ বাড়ানোর ঘোষণা মমতার

একদিকে যখন দেউচা-পাচামি (deocha pachami) নিয়ে স্থানীয় মানুষের বিরোধিতার পারদ চড়ছে, সেই সময় বিরোধীদের নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। স্থানীয়দের ভুল বোঝানোর অভিযোগও করেছেন তিনি। পা

  • |
Google Oneindia Bengali News

একদিকে যখন দেউচা-পাচামি (deocha pachami) নিয়ে স্থানীয় মানুষের বিরোধিতার পারদ চড়ছে, সেই সময় বিরোধীদের নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। স্থানীয়দের ভুল বোঝানোর অভিযোগও করেছেন তিনি। পাশাপাশি এদিন তিনি প্রকল্পে সরকারি প্যাকেজে (Govt Package) সাহায্যের পরিমাণ বৃদ্ধির কথাও ঘোষণা করেছেন।

প্রকল্প বাতিলের ডাকে চড়ছে পারদ

প্রকল্প বাতিলের ডাকে চড়ছে পারদ

দেউচা-পাচামি (deocha pachami) প্রকল্প বাতিলের দাবিতে স্থানীয় পর্যায়ে চড়ছে পারদ। রবিবার বিকেলে সেখানকার বাসিন্দাদের নিয়ে সভা করেন বেশ কয়েকটি গণসংগঠন। সেখানে মহিলাদের উপস্থিতি ছিল যথেষ্ট। সেখানে মূলত জোর করে জমি অধিগ্রহণের অভিযোগ করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সভা শেষে তৃণমূলের তরফে সেখানে হাজির হওয়াদের বাধাদানের অভিযোগ ওঠে। পাল্টা স্থানীয় তৃণমূল নেতাদের আটকে রাখার অভিযোগও ওঠে। স্থানীয়দের অভিযোগ অনুযায়ী রাতের সেখানে পুলিশি ধরপাকড়ও শুরু হয়। এর আগেও কলকাতা থেকে যাওয়া বুদ্ধিজীবীদের কখনও দেউচায় বাধা দেওয়া হয়েছে আবার কখনও দেউচার পথে শান্তিনিকেতনে যাওয়া বুদ্ধিজীবীদের ফেরত পাঠানোর অভিযোগও উঠেছে।

বিরোধীদের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ

বিরোধীদের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ

এদিন মুখ্যমন্ত্রী নবান্নে করা সাংবাদিক সম্মেলনে এব্যাপারে বিরোধীদের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ করেছেন। তাঁর অভিযোগ কোনও কোনও খাদান মালিক টাকা নিয়ে ভুল বোঝাচ্ছেন। মুখ্যমন্ত্রীকে বলতে শোনা যায়, দেউচা-পাচামি প্রকল্প না হলে সেখানকার ১ লক্ষ মানুষের কর্মসংস্থানের দায় নেবেন তো?

মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি

মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি

মুখ্যমন্ত্রী বলেন, দীর্ঘদিন বাদে রাজ্যে বড় কাজ হচ্ছে। সেখানে লক্ষাধিক চাকরি হবে। সেখানে গরিবদের বঞ্চিত করে কিছু হবে না বলেও দাবি করেন তিনি। মুখ্যমন্ত্রী আরও বলেন, দমির দামের চেয়ে দ্বিগুন দাম দেওয়া হচ্ছে। পাশাপাশি সরকারি চাকরিও দেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী বলেন, দেউচা-পাচামি রূপায়ন হওয়ার অর্থ ১০০ বছরে রাজ্যে বিদ্যুতের কোনও অভাব হবে না। মুখ্যমন্ত্রী রাজ্যে একটা সময়ে বিদ্যুতের ঘাটতির কথাও স্মরণ করিয়ে দেন। পাশাপাশি তিনি দাবি করেন, প্রকল্পে পরিবেশের যাতে কোনও ক্ষতি না হয়, সেদিকে লক্ষ্য রেখেই প্রশাসন অগ্রসর হচ্ছে। মুখ্যমন্ত্রী জানান, এদিন ক্যাবিনেটের বৈঠকে দেউচা-পাচামি নিয়ে নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাড়ছে সরকারি প্যাকেজ

বাড়ছে সরকারি প্যাকেজ

মুখ্যমন্ত্রীর মন্তব্যের পরেই মুখ্যসচিব জানান, দেউচা-পাচামিতে সরকারি পুনর্বাসনের প্যাকেজের পরিমাণ বাড়ানো হয়েছে। জমির দ্বিগুণ দাম দেওয়া হচ্ছে। যাঁরা জমি দেবেন, তাঁদের জন্য আগে ৬০০ স্কোয়ারফিটের বাড়ি তৈরির টাকা দেওয়ার কথা বলা হয়েছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ৭০০ স্কোয়ার ফিটের বাড়ি তৈরি করতে টাকা দেওয়া হবে তাঁদের। এছাড়াও আর্থিক সাহায্য ৫ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৭ লক্ষ টাকা করার সিদ্ধান্ত হয়েছে। জমিদাতাদের পরিবারের একজনকে হোমগার্ড এবং কনস্টেবলের চাকরি দেওয়া হবে।

আরও এক পশুখাদ্য মামলায় লালুর ৫ বছরের হাজতবাস! নির্দেশ বিশেষ সিবিআই আদালতের, জরিমানা ৬০ লক্ষ টাকাআরও এক পশুখাদ্য মামলায় লালুর ৫ বছরের হাজতবাস! নির্দেশ বিশেষ সিবিআই আদালতের, জরিমানা ৬০ লক্ষ টাকা

English summary
Targeting opposition Mamata Banerjee announces to increase Govt package on Deocha-Pachami project
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X