For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অবশেষে জনসমক্ষে ক্ষমা চাইলেন তাপস পাল, 'ভালো' ছেলে হওয়ার আশ্বাস

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

কলকাতা, ৬ জানুয়ারি: গত বছর জুন মাসে নদীয়ার মাটিতে দাঁড়িয়ে বলেছিলেন, সিপিএম কর্মীদের বাড়ির মেয়েদের 'রেপ' করিয়ে দেবেন ছেলে পাঠিয়ে। আর এ বার সাধারণ মানুষের সামনে দাঁড়িয়ে করজোড়ে বললেন, ভুল হয়েছিল। ক্ষমা করুন। তৃণমূল কংগ্রেস সাংসদ তাপস পালের এমন নমনীয় মনোভাব দেখে অবাক আমজনতা।

আরও পড়ুন: আমাদের ছেলেদের ঘরে ঢুকিয়ে দেব, সিপিএম মহিলাদের ধর্ষণ করে চলে যাবে, প্রকাশ্য হুমকি তাপস পালের

নিজের লোকসভা আসন কৃষ্ণনগরে পরিদর্শনে এসেছেন তাপস পাল। গতকাল তিনি শহরে বেরিয়েছিলেন ঘুরতে। সাংবাদিকদের উপস্থিতিতে সাধারণ মানুষের উদ্দেশে তিনি বলেন, "নদীয়াবাসী, পশ্চিমবঙ্গবাসীই শুধু নয়, গোটা দেশের মানুষের কাছে আমি ক্ষমা চাইছি। মা, বোন, দিদি, কাকীমা, মাসিমা সকলের কাছে আমি ক্ষমাপ্রার্থী। ২০১৪ সালে যে ভুল করেছিলাম, তার জন্য লজ্জিত। পুরনো বছরকে ভুলে যান। নতুন বছরে শপথ নিচ্ছি, ভালো হয়ে থাকব। আমি নতুনভাবে কাজ করতে চাই। আশা করি, আপনারা আমাকে সেই সুযোগ দেবেন।"

তাপস

তাপস পালকে দেখতে ভালোই ভিড় হয়েছিল কৃষ্ণনগরে। আর তা দেখে শাসক দলের নেতা-কর্মীরা বলছেন, মানুষ ওঁকে ক্ষমা করে দিয়েছেন।

প্রসঙ্গত, লোকসভা ভোটের পর গত বছর ১৪ জুন তারিখে নদীয়ার চৌমুহা গ্রামে দাঁড়িয়ে তাপস পাল সিপিএমের উদ্দেশে বলেছিলেন, "যদি তৃণমূলের কারও গায়ে হাত পড়ে তা হলে আমি ছেড়ে কথা বলব না। যা-তা করে দেব। ছেলে পাঠিয়ে একদম রেপ করিয়ে দেব।" এর জেরে দেশজুড়ে সমালোচনা হলেও তাঁর বিরুদ্ধে কোনও শাস্তিমূলক ব্যবস্থা নেননি মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে কলকাতা হাই কোর্টের নির্দেশে সিআইডি তদন্ত চলছে তাপস পালের বিরুদ্ধে।

English summary
Tapas Pal apologizes publicly for his comment at last
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X