
এবার আসল 'খেলা হচ্ছে'! ছবি দিয়ে 'মুখেন মারিতং জগৎ' অভিষেককে বিঁধলেন শুভেন্দু
২১ জুলাইয়ে (21 July) ধর্মতলায় তৃণমূলের (trinamool congress) সভা। সেই সভা থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) বলেছিলেন, বাংলার সব প্রকল্প নিজেই করে নেবে। সেই সময় করতালি পেয়েছিলেন তিনি। তবে বিশেষজ্ঞ থেকে রাজনৈতিক বিশ্লেষকদের প্রশ্ন ছিল আদৌ কি সম্ভব। অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখে বললেও কার্য ক্ষেত্রে তা না হওয়ার প্রমাণ দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এদিন তিনি সোশ্যাল মিডিয়া পোস্ট করে ভিডিও শেয়ার করেছেন। তাতে
দেখা যাচ্ছে রাস্তার ধারে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার ফলক বসানো হচ্ছে পাকাপাকি ভাবে।

২১ জুলাইয়ের মঞ্চ থেকে কেন্দ্রকে আক্রমণ
২১ জুলাইয়ের মঞ্চ থেকে রাজ্য চলা কেন্দ্রীয় প্রকল্প নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, প্রকল্প হলে বাংলার নামে হবে। নইলে টাকার দরকার নেই। তিনি জানিয়ে দেন কেন্দ্রীয় প্রকল্পগুলিতে বাংলার নিজস্ব নাম ব্যবহার করেই প্রকল্পের কাজ হবে। তিনি আরও বলেন, এর জন্য
যদি কেন্দ্রীয় সরকার অর্থ বরাদ্দ বন্ধ করে দেয়, তাহলে টাকার দরকার নেই।

মুখেন মারিতং জগৎ...শুভেন্দুর নিশানায় অভিষেক
এদিন সোশ্যাল মিডিয়া পোস্ট করে শুভেন্দু অধিকারী বলেন, ২১ তারিখের মঞ্চে কারা যেনো হুংকার ছুড়েছিল - বাংলায় সব প্রকল্প বাংলা নিজেই করে নেবে, প্রধানমন্ত্রী শব্দটি বাংলায় ব্যবহার করা হবে না। সমস্ত অর্থ পশ্চিমবঙ্গ সরকার নাকি নিজেই প্রদান করবে !
সংসারের অবস্থা হলো নুন আনতে পান্তা ফুরায় আবার বড় বড় বুলি।
বাস্তব চিত্র পাকাপাকি নাম পরিবর্তন
বাস্তব চিত্র মঞ্চ গরম করা বক্তব্য থেকে সম্পূর্ণ উল্টো। ঠিকাদারদের দিয়ে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার ফলক বসানো হচ্ছে, যাতে কেন্দ্রীয় প্রতিনিধি দলের সামনে হেয় না হতে হয়, আর সঠিক নিয়ম পালন করা হয়েছে প্রমাণ করে বরাদ্দ অর্থ চাওয়া যায়। দিদিমণির সাধের স্টিকার প্রকল্প রূপায়নের দিন শেষ। বলেছিলেন 'খেলা হবে', এবার আসল 'খেলা হচ্ছে'।
ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। বলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

কেন্দ্রীয় প্রকল্পের টাকা বন্ধ
রাজ্যের একাধিক কেন্দ্রীয় প্রকল্পের নাম পরিবর্তন করার অভিযোগ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী করেছিলেন। যা নিয়ে তিনি প্রধানমন্ত্রী ছাড়াও চিঠি দিয়েছিলেন সংশ্লিষ্ট কেন্দ্রীয় মন্ত্রীকে। তাঁর অভিযোগ ছিল মুখ্যমন্ত্রী কেন্দ্রের চালু করা প্রকল্পগুলিকে নিজের নামে চালিয়ে কৃতিত্ব নিচ্ছেন। তারপরেই রাজ্যে কেন্দ্রীয় আধিকারিকদের দল। কেন্দ্রীয় দল পর্যবেক্ষণে
আসার আগেই অবশ্য কেন্দ্রের প্রকল্পে বাংলা নাম তুলে দিয়ে প্রধানমন্ত্রী স্টিকার বসিয়ে দেওয়া হয়। আর যেসব প্রকল্প নিয়ে অভিযোগ উঠেছে, সেইসব প্রকল্পে কেন্দ্রীয় সাহায্যও বন্ধ হয়ে যায়। কেন্দ্রের সাহায্য না আসায় পঞ্চায়েত নির্বাচনের সামনে বেজায় মুশকিলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।
অন্যদিকে রাজ্যের সর্বত্র কেন্দ্রীয় প্রকল্পের কাজ ঠিক হচ্ছে কিনা এবং তার নাম ঠিকঠাক আছে কিনা, তা দেখতে, কেন্দ্রীয় দল হঠাৎ পরিদর্শনের সিদ্ধান্ত নিয়েছে।
|
শুভেন্দু অধিকারীর নির্দিষ্ট অভিযোগ
বেশ কয়েকদিন আগে পূর্ব বর্ধমানের সাতগাছিয়ায় সভা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে তিনি বলেন, বাংলা আবাস যোজনা, সড়ক যোজনা, সব জায়গাতেই বাংলা লেখা হয়েছিল। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়ে সব মুছে দিচ্ছেন।
এব্যাপারে শুভেন্দু অধিকারী একটি ভিডিও টুইট করেন। সেখানে দেখা যাচ্ছে, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা লেখা থাকলেও, সেই স্টিকার তুলতেই বাংলা গ্রাম সড়ক যোজনা নাম সামনে এসে পড়ছে। যা নিয়ে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে
স্টিকার সরকার বলেও কটাক্ষ করেন। বিরোধী দলনেতা অভিযোগ করেন, তিনি (মমতা) অনৈতিক ও বেআইনিভাবে কেন্দ্রীয় প্রকল্পের নাম পরিবর্তন করছেন। কেন্দ্রীয় পরিদর্শক দলের সামনে তা ধরা পড়ে গিয়েছে। বিরোধী দলনেতা বলেছেন, এর পরে তিনি সারা বাংলায় যে
৭০ লক্ষ শৌচাগার কেন্দ্রীয় সরকার করে দিয়েছে, তার নামও পরিবর্তন করাবেন।